জাতীয় গণমাধ্যম দিবস উপলক্ষে ভাষণ
শত্রুর প্রচারণা যুদ্ধ রুখে দেয়ায় সাংবাদিকদের ধন্যবাদ জানালেন রায়িসি
শত্রুর প্রচারণা যুদ্ধ ও ভুল তথ্য ছড়িয়ে দেয়ার প্রচেষ্টা রুখে দাঁড়ানোর জন্য ইরানি সাংবাদিকদের ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। তিনি গতকাল (মঙ্গলবার) তেহরানে আয়োজিত ২১তম জাতীয় গণমাধ্যম উৎসবের সমাপনি অধিবেশনে দেয়া ভাষণে এ ধন্যবাদ জানান।
রায়িসি সাংবাদিকদের উদ্দেশ করে বলেন, “সত্যকে বিকৃত করে তুলে ধরার জন্য শত্রুর গণমাধ্যমগুলো যে প্রাণান্তকর চেষ্টা চালাচ্ছে তা প্রতিহত করার জন্য আপনারা নানা পরিস্থিতিতে যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সেজন্য আমি আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই।”
তিনি বলেন, একটি জাতির আত্মবিশ্বাস শক্তিশালী করতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ইরানের প্রেসিডেন্ট বলেন, শত্রুরা ইরানি জনগণের বিশ্বাস ও আশা কেড়ে নেয়ার লক্ষ্যে কাজ করছে। তিনি জনগণের আশা ও আস্থা শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানান।
১৯৯৮ সালের আগস্ট মাসে আফগানিস্তানের মাজার-ই-শরিফ শহরের ইরান কনস্যুলেটে একদল তালেবান হানা দিয়ে সেখানে অবস্থানরত আটজন ইরানি কূটনীতিক ও একজন ইরানি সাংবাদিককে হত্যা করে। ওই ঘটনায় নিহত ইরানি সাংবাদিক মাহমুদ সারেমির স্মরণে ১৯৯৯ সাল থেকে ইরানে জাতীয় সাংবাদিক দিবস পালন শুরু হয়।আরো পরে একই দিন ইরানে জাতীয় গণমাধ্যম উৎসব পালনের সিদ্ধান্ত নেয়া হয়।#
পার্সটুডে/এমএমআই/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।