ইরানের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চায় চীন
(last modified Fri, 18 Aug 2023 10:47:26 GMT )
আগস্ট ১৮, ২০২৩ ১৬:৪৭ Asia/Dhaka
  • আজিজ নাসিরজাদে
    আজিজ নাসিরজাদে

চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা বৃদ্ধিতে নিজেদের প্রস্তুতি ঘোষণা করেছেন। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফের ডেপুটি আজিজ নাসিরজাদের সঙ্গে বৈঠকে তিনি এই প্রস্তুতির কথা জানান।

চীনা প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমরা সামরিক ও প্রতিরক্ষা সম্পর্ককে বিভিন্ন আঙ্গিকে জোরদার করতে চাই। ইরানের জাতীয় সার্বভৌমত্বের প্রতি পূর্ণ সম্মান জানায় চীন।   

রাশিয়ার রাজধানী মস্কো সফর করছেন ইরানি জেনারেল আজিজ নাসিরজাদে। সেখানে চীনা প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে তার বৈঠক হয়। এ সময় ইরানের পক্ষ থেকেও সামরিক ও প্রতিরক্ষা সম্পর্ক জোরদারে নিজেদের আগ্রহের কথা জানান আজিজ নাসিরজাদে।

মস্কোতে তিনি আরও কয়েকটি দেশের পদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং সামরিক ক্ষেত্রে সহযোগিতা নিয়ে কথা বলেন।

মস্কোর অদূরে পেট্রিয়ট পার্কে আন্তর্জাতিক সামরিক ফোরাম 'আর্মি-২০২৩' শুরু হয়েছে। সেখানে অংশ নেন ইরানি এই কমান্ডার। এ উপলক্ষে আয়োজিত প্রদর্শনীতে ইরানের তৈরি সামরিক ও প্রতিরক্ষা সরঞ্জাম প্রদর্শন করা হচ্ছে। এই প্রদর্শনী আগামী ২০ আগস্ট পর্যন্ত চলবে।#

পার্সটুডে/এসএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ