অবশেষে মুক্তি পেলেন আফগানিস্তানে আটক ইরানি ফটোগ্রাফার
https://parstoday.ir/bn/news/iran-i127342-অবশেষে_মুক্তি_পেলেন_আফগানিস্তানে_আটক_ইরানি_ফটোগ্রাফার
আফগানিস্তানে আটক ইরানি ফটোগ্রাফার মোহাম্মাদ হোসেইন বেলায়েতি অবশেষে মুক্তি পেয়েছেন। তালেবান কর্তৃপক্ষ গতকাল (শনিবার) তাকে মুক্তি দিয়ে কাবুলস্থ ইরান দূতাবাসের হাতে তুলে দিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ২৭, ২০২৩ ০৯:১৯ Asia/Dhaka
  • মোহাম্মাদ হোসেইন বেলায়েতি
    মোহাম্মাদ হোসেইন বেলায়েতি

আফগানিস্তানে আটক ইরানি ফটোগ্রাফার মোহাম্মাদ হোসেইন বেলায়েতি অবশেষে মুক্তি পেয়েছেন। তালেবান কর্তৃপক্ষ গতকাল (শনিবার) তাকে মুক্তি দিয়ে কাবুলস্থ ইরান দূতাবাসের হাতে তুলে দিয়েছে।

বেলায়েতির মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন তালেবান সরকারের উপ মুখপাত্র বিলাল কারিমি। ইরানি এই ফটোজার্নালিস্ট এখনও দেশে না ফিরলেও তিনি শিগগিরই তেহরানগামী বিমান চড়বেন বলে দূতাবাসের একটি সূত্র জানিয়েছে।

ইরানের তাসনিম বার্তা সংস্থার ফটোগ্রাফার মোহাম্মাদ হোসেইন বেলায়েতি সম্প্রতি বৈধ কাগজপত্র নিয়ে পেশাগত দায়িত্ব পালন করতে বিমানে করে কাবুলে যান এবং সেখানে ১০ দিন অবস্থান করেন। এরপর  ইরানে ফিরে আসার জন্য বিমানে ওঠার কিছুক্ষণ আগে গত শনিবার (১৯ আগস্ট) তাকে আটক করা হয়। আফগান কর্তৃপক্ষ তাকে আটকের কোনো কারণ জানায়নি।

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি গত বুধবার বলেছিলেন, আফগানিস্তানে তালেবান সরকারের হাতে আটক ইরানের একজন ফটোগ্রাফারকে মুক্ত করার জন্য তেহরান কূটনৈতিক উপায়ে জোর প্রচেষ্টা চালাচ্ছে।

এরপর শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান তার অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) পেইজে দেয়া এক পোস্টে লিখেছেন, “তাসনিম বার্তা সংস্থার ফটোগ্রাফার মোহাম্মাদ হোসেইন বেলায়েতিকে দেশে ফিরিয়ে আনার জন্য কঠোর কূটনৈতিক ও কনস্যুলার প্রচেষ্টা চলছে।” শেষ পর্যন্ত এসব প্রচেষ্টা সফল হয়েছে এবং মুক্তি পেয়ে বেলায়েতির ইরানে ফেরার পথ সুগম হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।