পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের বিবৃতির জবাব দিল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i127878-পারস্য_উপসাগরীয়_সহযোগিতা_পরিষদের_বিবৃতির_জবাব_দিল_ইরান
পারস্য উপসাগরে ইরান ও কুয়েতের পানিসীমার একটি অনির্ধারিত স্থানে অবস্থিত একটি গ্যাস ক্ষেত্রের মালিকানা নিয়ে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসি যে বিবৃতি দিয়েছে তা নাকচ করে দিয়েছে তেহরান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ০৯, ২০২৩ ১০:২৩ Asia/Dhaka
  • পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের বিবৃতির জবাব দিল ইরান

পারস্য উপসাগরে ইরান ও কুয়েতের পানিসীমার একটি অনির্ধারিত স্থানে অবস্থিত একটি গ্যাস ক্ষেত্রের মালিকানা নিয়ে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসি যে বিবৃতি দিয়েছে তা নাকচ করে দিয়েছে তেহরান।

বৃহস্পতিবার জিসিসির ১৫৭তম মন্ত্রী পর্যায়ের বৈঠক থেকে প্রকাশিত বিবৃতিতে সৌদি আরব ও কুয়েতকে অরাশ বা আদ-দোররা নামক ওই গ্যাস ক্ষেত্রের যৌথ মালিক হিসেবে ঘোষণা করা হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি ওই বিবৃতি প্রত্যাখ্যান করে বলেছেন, পারস্য উপসাগরীয় দেশগুলোর উচিত জাতিগুলির অভিন্ন স্বার্থের সঙ্গে সামঞ্জস্য রেখে সদিচ্ছা ও ঐতিহাসিক অধিকারের ভিত্তিতে পারস্য উপসাগরের সম্পদ ও ভূমি ব্যবহার করা।  

তিনি বলেন, কুয়েতের সাথে আলোচনার সময়, ইরান সব সময় অরাশ ক্ষেত্রসহ জ্বালানি খাতে ‘বন্ধুত্বপূর্ণ ও গঠনমূলক’ সহযোগিতা অনুসরণ করার নীতি পুনর্ব্যক্ত করেছে।

কানয়ানি বলেন, অভিন্ন স্বার্থের উপর ভিত্তি করে দ্বিপক্ষীয় ইস্যুগুলোর সমাধান করা সম্ভব হলে তা অবশ্যই আঞ্চলিক সহযোগিতার জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি করবে।

অরাশ গ্যাসক্ষেত্র সম্পর্কে সম্প্রতি একজন কুয়েতি কর্মকর্তা দাবি করেন, এই গ্যাসক্ষেত্রের মালিকানা কুয়েত ও সৌদি আরবের। অথচ বিশেষজ্ঞরা বলছেন, কুয়েতের পানিসীমা ঠিকমতো চিহ্নিত করা হলে এই গ্যাসক্ষেত্রের সিংহভাগ ইরান সীমান্তের মধ্যে থাকবে। গত বছর ইরানকে বাদ অরাশ গ্যাসক্ষেত্র উন্নয়ন ও এর সম্পদ উত্তোলনের ব্যাপারে একটি চুক্তি করে কুয়েত ও সৌদি আরব।তেহরান ওই ঘটনার প্রতিবাদ জানিয়েছে।#

পার্সটুডে/এমএমআই/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।