বিদেশে আটকে থাকা অর্থ ইরানে পৌঁছাতে নিষেধাজ্ঞা ছাড় দিয়েছে আমেরিকা
https://parstoday.ir/bn/news/iran-i128024-বিদেশে_আটকে_থাকা_অর্থ_ইরানে_পৌঁছাতে_নিষেধাজ্ঞা_ছাড়_দিয়েছে_আমেরিকা
ইসলামী প্রজাতন্ত্র ইরানের আটকে থাকা অর্থ দেশে আনার বিষয়ে মার্কিন সরকার নিষেধাজ্ঞা স্থগিত করেছে। এর ফলে দক্ষিণ কোরিয়ায় ইরানের যে ৬০০ কোটি ডলার আটকে রয়েছে তা দেশে আনতে আর কোনো বাধা থাকছে না।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ১২, ২০২৩ ১৮:৩৮ Asia/Dhaka
  •  বিদেশে আটকে থাকা অর্থ ইরানে পৌঁছাতে নিষেধাজ্ঞা ছাড় দিয়েছে আমেরিকা

ইসলামী প্রজাতন্ত্র ইরানের আটকে থাকা অর্থ দেশে আনার বিষয়ে মার্কিন সরকার নিষেধাজ্ঞা স্থগিত করেছে। এর ফলে দক্ষিণ কোরিয়ায় ইরানের যে ৬০০ কোটি ডলার আটকে রয়েছে তা দেশে আনতে আর কোনো বাধা থাকছে না।

মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট সরকার এরইমধ্যে এই নিষেধাজ্ঞা স্থগিত করার ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা জারি করেছে। কিছুদিন আগে ইরান এবং আমেরিকার মধ্যে পরোক্ষ আলোচনার ভিত্তিতে একটি বন্দি বিনিময় চুক্তি হয় যার আওতায় বিদেশে আটকে থাকা ইরানি অর্থ ছাড়ের বিষয়টিও ছিল।
ইতোমধ্যে ওই চুক্তি অনুসারে দক্ষিণ কোরিয়া থেকে ইরানি অর্থ সুইস ব্যাংকে পাঠানো হয়েছে এবং সেখান থেকে কাতারের দুটি ব্যাংকে ইরানি একাউন্টে জমা হবে। চূড়ান্ত পর্যায়ে কাতার থেকে এই অর্থ ইরানে পৌঁছাবে।
ইরানি অর্থ ছাড়ের পাশাপাশি মার্কিন প্রশাসন আমেরিকায় আটকে থাকা ইরানের ৫ নাগরিককে মুক্তি দিতেও সম্মত হয়েছে।
মার্কিন গণমাধ্যম বলছে, গত সপ্তাহের শেষ দিকে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এই বিষয়ে নির্দেশনা দিয়ে প্রয়োজনীয় কাগজপত্রে সই করেছেন।
মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইউরোপের বেশ কয়েকটি ব্যাংক ইরানের এই অর্থ লেনদেনে রাজি ছিল না। এই সংকট দূর করতে মার্কিন সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা ছাড়ের বিষয়ে নির্দেশনা দেয়া হচ্ছে।#
পার্সটুডে/এসআইবি/১২