সেপ্টেম্বর ২৬, ২০২৩ ০৯:৫৪ Asia/Dhaka
  • ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামি
    ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামি

ইরান ইহুদিবাদী ইসরাইলের উদ্ধত আচরণের জবাব দেবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামি।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে দেয়া ভাষণে ইরানকে ‘গ্রহণযোগ্য পারমাণবিক হুমকির মোকাবিলা করতে হবে’ বলে ঘোষণা দেয়ার কয়েকদিনের মাথায় তার জবাব দিলেন ইসলামি।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সোমবার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র ৬৭তম নিয়মিত বৈঠকে ভাষণ দিচ্ছিলেন মোহাম্মাদ ইসলামি।  তিনি বলেন, আন্তর্জাতিক সমাজের নীরবতা যে ইসরাইলকে দিন দিন বেপরোয়া করে তুলছে তাতে কোনো সন্দেহ নেই।  তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইহুদিবাদী ইসরাইলের উদ্ধত আচরণের যথোপযুক্ত জবাব দেয়াকে ইরান তার কর্তব্য বলে মনে করে।

ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী গত শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া ভাষণে দাবি করেন, ইরান পরমাণু অস্ত্র তৈরি করার চেষ্টা করছে। এছাড়া, ইরান মধ্যপ্রাচ্যে জুড়ে তার ভাষায় সন্ত্রাসী প্রকল্প বাস্তবায়নের কাজে শত শত কোটি ডলার ব্যয় করছে বলেও তিনি অভিযোগ করেন।

নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র দিয়ে হামলা করারও হুমকি দেন। তিনি  সরাসরি বলেন, “আমি যতদিন ইসরাইলের প্রধানমন্ত্রী থাকছি ততদিন ইরানকে একটি বিশ্বাসযোগ্য পরমাণু হুমকি মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে। ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে সেজন্য আমি আমার ক্ষমতায় যা কিছু কুলায় তার সবকিছু করব।”

জাতিসংঘে ইরানের কূটনৈতিক প্রতিনিধিদল নেতানিয়াহুর ওই বক্তব্যকে ‘একটি কমেডি শো’ বলে উড়িয়ে দিয়েছে। প্রতিনিধিদল আরো বলেছে, এ ধরনের বক্তব্য দিয়ে ইহুদিবাদীরা আর কোনোদিন কাউকে বোকা বানাতে পারবে না।#

পার্সটুডে/এমএমআই/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ