নভেম্বর ১৮, ২০২৩ ১৮:১৩ Asia/Dhaka
  • ইরানের কয়েক জন নার্স
    ইরানের কয়েক জন নার্স

ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় নার্সিং অর্গানাইজেশনের প্রধান ডা. মোহাম্মাদ মির্জা বেইগি বলেছেন, ইরানের ছয় হাজারের বেশি নার্স গাজায় আহতদের সেবা করতে সেখানে যেতে চান।

এ জন্য তারা নিজেদের প্রস্তুতির কথা ঘোষণা করেছেন। তিনি আজ (শনিবার) তেহরানে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

ডা. মির্জা বেইগি আরও বলেন, ইরানি নার্সরা বারবারই গাজায় বিশেষকরে হাসপাতালগুলোতে হামলার নিন্দা জানিয়েছেন। তারা এ পর্যন্ত চারটি বিবৃতি প্রকাশ করেছেন। এগুলো আন্তর্জাতিক সংস্থাগুলোতে পাঠানো হয়েছে।

এর আগে তেহরানের 'ফিলিস্তিন স্কয়ার'-এ সমবেত হয়ে ইরানি নার্সরা তাদের পাসপোর্ট প্রদর্শন করে বলেছেন, গাজার মানুষের চিকিৎসা সেবা দিতে তারা সেখানে যাওয়ার জন্য পূর্ণ প্রস্তুত রয়েছেন।      

ইরানের নার্সরা ছাড়াও এ পর্যন্ত লাখ লাখ মানুষ গাজা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি ঘোষণা করেছেন। তারা বিভিন্ন সংস্থায় এ জন্য নামও লিখিয়েছেন।#

পার্সটুডে/এসএ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ