গাজা যুদ্ধে চূড়ান্ত বিজয় হবে ফিলিস্তিনিদের: ইরানের সেনাপ্রধান
https://parstoday.ir/bn/news/iran-i131690-গাজা_যুদ্ধে_চূড়ান্ত_বিজয়_হবে_ফিলিস্তিনিদের_ইরানের_সেনাপ্রধান
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের নির্দয় গণহত্যার বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তোলার জন্য ফিলিস্তিনি যোদ্ধাদের ভূয়সী প্রশংসা করেছেন ইরানের সেনাবাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল আব্দুররহীম মুসাভি। তিনি বলেছেন, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে অপরাধযজ্ঞে জড়িত ইসরাইলি ও মার্কিন কর্মকর্তাদের বিচারের সম্মুখীন করা হবে এই অপরাধের ন্যূনতম শাস্তি।   
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ডিসেম্বর ০৫, ২০২৩ ০৯:৩৮ Asia/Dhaka
  • মেজর জেনারেল আব্দুররহীম মুসাভি
    মেজর জেনারেল আব্দুররহীম মুসাভি

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের নির্দয় গণহত্যার বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তোলার জন্য ফিলিস্তিনি যোদ্ধাদের ভূয়সী প্রশংসা করেছেন ইরানের সেনাবাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল আব্দুররহীম মুসাভি। তিনি বলেছেন, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে অপরাধযজ্ঞে জড়িত ইসরাইলি ও মার্কিন কর্মকর্তাদের বিচারের সম্মুখীন করা হবে এই অপরাধের ন্যূনতম শাস্তি।   

জেনারেল মুসাভি গতকাল (সোমবার) রাজধানী তেহরানে এক সামরিক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য করেন। তিনি বলেন, আল-আকসা তুফান অভিযান এবং গাজাবাসীর প্রবল প্রতিরোধের ঘটনায় ইহুদিবাদী ইসরাইল ও তার পশ্চিমা দোসরদের মানবাধিকারের কথিত মুখোশ খুলে গেছে।

ইরানের সেনাপ্রধান বলেন, গাজা হচ্ছে প্রতিরোধের শহর এবং অটল-অবিচলতার প্রতীক। ৭ অক্টোবরের আল-আকসা তুফান অভিযানে ইসরাইলের শোচনীয় পরাজয় হয়েছে বলে তিনি মন্তব্য করেন। জেনারেল মুসাভি বলেন, ফিলিস্তিনিদের ভূমি জবরদখল করে অবৈধ রাষ্ট্র ইসরাইল প্রতিষ্ঠার পর বিগত ৭৫ বছরে এত বড় কোনো অভিযান ফিলিস্তিনিরা চালাতে পারেনি।

ইরানের প্রধান সেনা কমান্ডার বলেন, মার্কিনীরা ইসরাইলে উপস্থিত থেকে গাজা উপত্যকার ওপর গণহত্যার দিক-নির্দেশনা দিচ্ছে। কাজেই গাজায় চালানো অপরাধযজ্ঞের জন্য আমেরিকা ও ইসরাইলি নেতাদের সমানভাবে বিচার করতে হবে। তিনি বলেন, গোটা বিশ্ব নিন্দা জানানো সত্ত্বেও আমেরিকা ও ইসরাইল তাদের ইতিহাসের কালো অধ্যায়ে একের পর এক পৃষ্ঠা সংযোজন করছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, এ যুদ্ধ যত দীর্ঘায়িত হোক না কেন তাতে চূড়ান্ত বিজয় হবে ফিলিস্তিনিদের।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/৫