ডিসেম্বর ১৭, ২০২৩ ১৪:২৭ Asia/Dhaka
  • ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাল জাতিসংঘ

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের একটি থানায় রক্তক্ষয়ী সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। বিশ্ব সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবতিতে বলেছেন, “ইরানের একটি থানায় যে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ সদস্য নিহত হয়েছে এবং জয়শুল আদল যে হামলার দায়িত্ব স্বীকার করেছে, জাতিসংঘ কঠোরতম ভাষায় তার নিন্দা জানাচ্ছে।”

তিনি এ হামলায় জড়িতদের পাশাপাশি এর পরিকল্পনাকারীদের বিচারের আওতায় নিয়ে আসার আহ্বান জানান। ডুজারিক বলেন, রাস্ক থানার হামলায় নিহতদের পরিবারবর্গের পাশাপাশি ইরানের সরকার ও জনগণকে জাতিসংঘ শোক ও সমবেদনা জানাচ্ছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে। ইরান জাতিসংঘের ওই নিন্দা প্রস্তাবের প্রশংসা করেছে।

গত শুক্রবার ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের রাস্ক থানায় এক সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ সদস্য নিহত এবং অন্তত সাতজন আহত হন। প্রদেশটির ডেপুটি গভর্নর আলিরেজা মারহামাতি বলেছেন, সন্ত্রাসীরা ভোর রাত ২টায় জেলা পুলিশের প্রধান কেন্দ্রে হামলা চালিয়েছে। পাকিস্তান ভিত্তিক কথিত জয়শুল-আদল সন্ত্রাসী গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেছে।

সন্ত্রাসী গোষ্ঠীটি গত কয়েক বছর ধরে দক্ষিণ-পূর্ব ইরানে বেশ কয়েকটি বোমা হামলা চালিয়েছে এবং কয়েক জনকে অপহরণ করেছে। সামরিক-বেসামরিক মানুষকে তারা টার্গেট করছে। ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশের সঙ্গে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত রয়েছে।# 

পার্সটুডে/এমএমআই/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ