‘সন্দেহ করবেন না ইহুদিবাদী ইসরাইল পৃথিবীর বুক থেকে মুছে যাবে’
(last modified Sat, 23 Dec 2023 09:24:00 GMT )
ডিসেম্বর ২৩, ২০২৩ ১৫:২৪ Asia/Dhaka

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, তিনি নিশ্চিত যে, ফিলিস্তিনি জনগণ চূড়ান্তভাবে বিজয়ী হবে এবং ইসরাইলকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে। আজ (শনিবার) কেরমান এবং খুজেস্তান প্রদেশের একদল পরিদর্শককে দেয়া সাক্ষাতে সর্বোচ্চ নেতা এসব কথা বলেন।

তিনি বলেন, “সন্দেহ করবেন না যে, ন্যায়পরায়নদের পক্ষে বিজয় থাকবে। সন্দেহ করবেন না যে, দখলদার ইহুদিবাদী ইসরাইলকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে।” 

সর্বোচ্চ নেতা বলেন, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাবে লজ্জাজনকভাবে ভেটো দেয়ার মধ্যদিয়ে মার্কিন সরকার ও পশ্চিমারা নিজেদের মুখোশ উন্মোচন করেছে। 

তিনি বলেন, "ফিলিস্তিনি জাতির মহান বিজয় হল যে, তারা আমেরিকা ও তার পশ্চিমা মিত্রদেরকে তাদের মানবাধিকারের মিথ্যা দাবির বিষয়ে হেয়প্রতিপন্ন করতে সক্ষম হয়েছে।" সর্বোচ্চ নেতা আরো বলেন, আজকের দিনে কেউ আর আমেরিকা, ইসরাইল ও ব্রিটেনকে আলাদা করে দেখে না।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/২৩