ইরানে হামলা চালালে ইসরাইলকে ‘বিপর্যয় সৃষ্টিকারী’ জবাব দেবে তেহরান
(last modified Mon, 08 Jan 2024 03:40:46 GMT )
জানুয়ারি ০৮, ২০২৪ ০৯:৪০ Asia/Dhaka
  • মেজর জেনারেল গোলাম-আলী রশিদ
    মেজর জেনারেল গোলাম-আলী রশিদ

ইহুদিবাদী ইসরাইল যদি ইরানে হামলা চালায় তাহলে তাকে ‘বিপর্যয় সৃষ্টিকারী ও চূড়ান্ত’ আঘাত হানতে তেহরান বিন্দুমাত্র দ্বিধা করবে না। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির খতামুল আম্বিয়া সদরদপ্তরের কমান্ডার মেজর জেনারেল গোলাম-আলী রশিদ এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

তিনি ইরানের সর্বোচ্চ নেতার দপ্তরের ওয়েবসাইট খামেনেয়ী ডটআইআর’কে দেয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। 

তিনি সাক্ষাৎকারের অন্য অংশে বলেন, আইআরজিসি’র কুদস ফোর্সের সাবেক কমান্ডার শহীদ লে. জেনারেল কাসেম সোলায়মানি লেবানন, ইরাক, ফিলিস্তিন, ইয়েমেন ও সিরিয়ার প্রতিরোধ আন্দোলনগুলোকে শক্তিশালী করার কাজে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছিলেন। জেনারেল সোলায়মানি ২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন সন্ত্রাসী সেনাদের ড্রোন হামলায় শহীদ হন।

জেনারেল রশিদ বলেন, শহীদ সোলায়মানি ইরাক ও সিরিয়ার সরকারের মধ্যে এই আশাবাদ জাগ্রত করেছিলেন যে, তাদের পক্ষে উগ্র জঙ্গি গোষ্ঠী আইএসের বিরুদ্ধে জয়লাভ করা সম্ভব এবং বাস্তবেও তাই ঘটেছিল। মধ্যপ্রাচ্যে আইএসকে নির্মূলের পেছনে শহীদ সোলায়মানি কেন্দ্রীয় ভূমিকা পালন করেন বলে জেনারেল রশিদ উল্লেখ করেন।

ইরানের এই পদস্থ কমান্ডার বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে ‘জাতীয় বীর’ প্রমাণ করার জন্য ব্যক্তিগতভাবে জেনারেল সোলায়মানিকে হত্যার দায়িত্ব গ্রহণ করেছিলেন। কিন্তু যারা এখন পর্যন্ত ইরানের ক্ষতি করেছে তারা প্রতিশোধের আগুন থেকে বাঁচতে পারেনি এবং শহীদ সোলায়মানির হত্যাকারীরাও অচিরেই শাস্তির শিকার হবে। #

পার্সটুডে/এমএমআই/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।