মহাকাশ গবেষণায় আরো অগ্রগতি
সফলতার সাথে কক্ষপথে একদিনে ৩ স্যাটেলাইট পাঠালো ইরান
-
স্যাটেলাইট উৎক্ষেপণ
ইসলামি প্রজাতন্ত্র ইরান সফলতার সাথে আরো তিনটি নতুন স্যাটেলাইট কক্ষপথে পাঠিয়েছে। এসব স্যাটেলাইট ভূপৃষ্ঠ থেকে কমপক্ষে ৪৫০ কিলোমিটার এবং সর্বোচ্চ ১১০০ কিলোমিটার উপরে অবস্থান করবে।
ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (রোববার) এক বিবৃতিতে জানিয়েছে, দেশীয় প্রযুক্তিতে তৈরি মাহদা, কেইহান-টু এবং হাতেফ-ওয়ান স্যাটেলাইট সেমনান প্রদেশের ইমাম খোমেনী স্পেস লঞ্চ টার্মিনাল থেকে উৎক্ষেপণ করা হয়। দেশীয় প্রযুক্তিতে তৈরি এসব স্যাটেলাইট মহাকাশের দিকে বহন করে নিয়ে যায় ইরানের তৈরি সিমোর্গ বা ফিনিক্স নামের রকেট।
মাহদা স্যাটেলাইট হচ্ছে একটি গবেষণা স্যাটেলাইট যার নকশা, অ্যাসেম্বল ও পরীক্ষা করেছে ইরানের মহাকাশ গবেষণা কেন্দ্র। এই স্যাটেলাইটের ওজন ৩২ কিলোগ্রাম, এটি একটি হাল্কা ওজনের স্যাটেলাইট যা উন্নত স্যাটেলাইট সাবসিস্টেম পরীক্ষা করার জন্য তৈরি করা হয়েছে।
মাহদা স্যাটেলাইটের প্রধান কাজ হলো কম উচ্চতায় স্পেস কার্গোর একাধিক ইনজেকশনে সিমোর্গ লঞ্চারের কর্মক্ষমতা মূল্যায়ন করা, সেইসাথে নতুন ডিজাইন এবং মহাকাশে দেশীয় প্রযুক্তি কতটা নির্ভরযোগ্য তা মূল্যায়ন করা।
কেইহান-টু এবং হাতেফ-ওয়ান ন্যানো স্যাটেলাইটও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহযোগী সংস্থা ইরান ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজের মাধ্যমে উৎক্ষেপণের জন্য নকশা ও তৈরি করা হয়েছে। দুটিই ১০ কিলোগ্রামের কম ওজনের কিউবিক ন্যানো-স্যাটেলাইট।#
পার্সটুডে/এসআইবি/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।