ইসলামী প্রজাতন্ত্র ইরান বিশ্বের সবচেয়ে স্বাধীন দেশ: সাইয়্যেদ আহমাদ খাতামি
https://parstoday.ir/bn/news/iran-i134042-ইসলামী_প্রজাতন্ত্র_ইরান_বিশ্বের_সবচেয়ে_স্বাধীন_দেশ_সাইয়্যেদ_আহমাদ_খাতামি
তেহরানে জুমার নামাজের খতিব বলেছেন: ইরান বিশ্বের সবচেয়ে স্বাধীন দেশ। আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি তেহরানের জুমার নামাজের খুতবায় আজ ওই মন্তব্য করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ০২, ২০২৪ ১৯:১১ Asia/Dhaka
  • সাইয়্যেদ আহমাদ খাতামি
    সাইয়্যেদ আহমাদ খাতামি

তেহরানে জুমার নামাজের খতিব বলেছেন: ইরান বিশ্বের সবচেয়ে স্বাধীন দেশ। আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি তেহরানের জুমার নামাজের খুতবায় আজ ওই মন্তব্য করেন।

তিনি বলেন: কাজার ও পাহলভি শাসন ছিল বিদেশীদের হাতের ক্রীড়নক। ইসলামী বিপ্লব বিজয়ের মাধ্যমে ইরান স্বাধীন হয়েছে। আমরা গর্বিত যে আজ বিশ্বের সবচেয়ে স্বাধীন দেশ ইসলামী প্রজাতন্ত্র ইরান।

জুমার খতিব ইসলামী বিপ্লবের আলোকোজ্জ্বল দশ প্রভাতের কথা উল্লেখ করে বলেন: ২২ বাহমান হলো বিপ্লবের বিজয়ের জন্য একটি নিয়ামত। এদিন দেশব্যাপী মিছিলে অংশগ্রহণের মাধ্যমে শুকরিয়া আদায় করার দিন। সেইসঙ্গে ১ মার্চ ইরানের সংসদ এবং বিশেষজ্ঞ পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সবাইকে নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান জানান বিশিষ্ট এই আলেম।

গাজা উপত্যকায় বর্বর ইসরাইলি হামলা অব্যাহত রাখার নিন্দা জানিয়ে জনাব আহমাদ খাতামি আরও বলেন: ওই যুদ্ধে চূড়ান্ত বিজয় লাভ করবে ফিলিস্তিনীরাই।

গাজায় যুদ্ধবিরতি এবং ইসরাইলি হামলা বন্ধ বিষয়ক আলোচনায় অগ্রগতির ব্যাপারে কাতারের ঘোষণা সম্পর্কে তিনি বলেন: হামাস যুদ্ধবিরতির ব্যাপারে যে দুটি শর্ত দিয়েছে সেগুলো খুবই যৌক্তিক এবং বুদ্ধিদীপ্ত। হামাস বলেছিল: স্থায়ীভাবে ইসরাইলি হামলা বন্ধ করতে হবে এবং সকল বন্দি বিনিময় করতে হবে। তারপরও ফিলিস্তিনিদের সতর্ক থাকতে হবে বলে তিনি হুশিয়ারি দিয়েছেন।

৭ অক্টোবর ২০২৩ সাল থেকে গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আক্রমণে ২৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি শহীদ এবং ৬৬ হাজারেরও বেশি আহত হয়েছে।#

পার্সটুডে/এনএম/ ২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।