৫টি স্বর্ণ ও ৩টি ব্রোঞ্জ জিতে এশিয়ান ফ্রিস্টাইল কুস্তিতে চ্যাম্পিয়ন হলো ইরান
-
ইরানি কুস্তিগীর আমির হোসেন জারে
এশিয়ান চ্যাম্পিয়নশিপের সিনিয়র ফ্রিস্টাইল কুস্তি প্রতিযোগিতা কিরগিজস্তানের বিশকেকে অনুষ্ঠিত হয়েছে। ২৩টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় ইরানি দল ৮টি পদক জিতে চ্যাম্পিয়নশিপ শিরোপা লাভ করেছে।
ইরানী দল কিরগিজস্তানের বিশকেকে অনুষ্ঠিত এশিয়ান ওপেন রেসলিং চ্যাম্পিয়নশিপে পাঁচটি স্বর্ণপদক জিতেছে। রহমান আমুজাদ খলিলি ৬৫ কেজি ওজনে, আমির মোহাম্মদ ইয়াজদানী ৭০ কেজি ওজনে, মোহাম্মদ নাখুদি ৭৯ কেজি ওজনে, আমির হোসেন ফিরোজপুর ৯২ কেজি ওজন এবং আমির হোসেন জারেহ ১২৫ কেজি ওজনে স্বর্ণপদক জিতেছে। অপর তিনটি ব্রোঞ্জ পদক জিতেছেন হোসেন আবু জারি ৭৪ কেজি ওজনে, হাদি ভাফয়িপুর ৮৬ কেজি ওজনে এবং ৯৭ কেজি ওজনে জিতেছেন মোহাম্মদ হোসেন মোহাম্মদিয়ান। মোট ৮টি পদক জিতে ইরানের জাতীয় কুস্তি দল এশিয়ান চ্যাম্পিয়ন ফ্রিস্টাইল কুস্তিতে চ্যাম্পিয়ন হলো।
টিম র্যাঙ্কিংয়ে ইরানের পর দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে রয়েছে যথাক্রমে জাপান ও কিরগিজস্তানের দল।
এশিয়ান চ্যাম্পিয়নশিপ রেসলিং প্রতিযোগিতাও সোমবার কিরগিজস্তানের বিশকেকে শুরু হবে। ওই প্রতিযোগিতার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইরানের জাতীয় কুস্তি দল মাঠে নামবে।#
পার্সটুডে/এনএম/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।