‘ইরানে হামলা করলে ইসরাইলের জন্য আরো কঠোর জবাব অপেক্ষা করছে’
https://parstoday.ir/bn/news/iran-i136618-ইরানে_হামলা_করলে_ইসরাইলের_জন্য_আরো_কঠোর_জবাব_অপেক্ষা_করছে’
ইরানের ইসলামী বিপ্লবি গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদী ইসরাইল যদি ইরানের বিরুদ্ধে কোনো রকমের হামলা চালানোর চেষ্টা করে তাহলে আরো কঠোর জবাব দেয়া হবে। 
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
এপ্রিল ১৪, ২০২৪ ১৫:২৭ Asia/Dhaka
  • ‘ইরানে হামলা করলে ইসরাইলের জন্য আরো কঠোর জবাব অপেক্ষা করছে’

ইরানের ইসলামী বিপ্লবি গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদী ইসরাইল যদি ইরানের বিরুদ্ধে কোনো রকমের হামলা চালানোর চেষ্টা করে তাহলে আরো কঠোর জবাব দেয়া হবে। 

তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইলকে অবশ্যই তার অতীত আচরণ বন্ধ করতে হবে এবং এই হামলা থেকে তাকে শিক্ষা নিতে হবে। যদি ইসরাইল কোনো ধরনের জবাব দেয়ার চেষ্টা করে তাহলে ইসরাইলের বিরুদ্ধে হামলা থেকে অর্জিত অভিজ্ঞতার আলোকে আমাদের প্রতিক্রিয়া হবে নিশ্চিতভাবে আরো অনেক বেশি কঠোর। 

জেনারেল সালামি বলেন, “এখন থেকে বিশ্বের কোথাও আমাদের স্বার্থ, আমাদের সম্পদ, আমাদের কর্মকর্তা কিংবা নাগরিকদের বিরুদ্ধে ইসরাইল যদি হামলা চালায় তাহলে আমরা ইরানের ভূখণ্ড থেকে পাল্টা হামলা চালাবো।”

গতরাতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে কয়েকশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। ইসরাইলের বিভিন্ন বিমানঘাঁটি, সামরিক স্থাপনা ও বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। এরপর ইরানের সশস্ত্র বাহিনীর প্রধানের পক্ষ থেকে হামলা অবসানের ঘোষণা এলো। 

গত পহেলা এপ্রিল ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার রাজধানীর দামেস্কের ইরানি কনসুলেট ভবনে বিমান হামলা চালায়। এতে আইআরজিসি’র দুজন ব্রিগেডিয়ার জেনারেলসহ সাত সামরিক উপদেষ্টা শহীদ হন। এ ঘটনার পর ইরান ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালানোর ঘোষণা দেয়। কনসুলেট ভবনে হামলার ১০ দিন পর সেই ঘোষণা বাস্তবায়ন করল আইআরজিসি।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/১৪