ইসরাইলকে শাস্তি দেয়া ছাড়া কোনো উপায় ছিল না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i136646-ইসরাইলকে_শাস্তি_দেয়া_ছাড়া_কোনো_উপায়_ছিল_না_ইরানের_পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, দামেস্কে তার দেশের কনস্যুলেট ভবনে ইহুদিবাদী বিমান হামলার সামান্যতম নিন্দা জানাতেও জাতিসংঘ অপারগতা প্রকাশের পর তেহরানের সামনে ইসরাইলকে শাস্তি দেয়ার কোনো বিকল্প ছিল না।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১৫, ২০২৪ ০৯:২৬ Asia/Dhaka
  • জোসেপ বোরেলের সঙ্গে আমির-আব্দুল্লাহিয়ানের ফোনালাপ
    জোসেপ বোরেলের সঙ্গে আমির-আব্দুল্লাহিয়ানের ফোনালাপ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, দামেস্কে তার দেশের কনস্যুলেট ভবনে ইহুদিবাদী বিমান হামলার সামান্যতম নিন্দা জানাতেও জাতিসংঘ অপারগতা প্রকাশের পর তেহরানের সামনে ইসরাইলকে শাস্তি দেয়ার কোনো বিকল্প ছিল না।

তিনি গতকাল (রোববার) ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেলের সঙ্গে এক ফোনালাপে এ মন্তব্য করেন।

আমির-আব্দুল্লাহিয়ান বলেন, “জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যখন ইসরাইলি সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে মাত্র একটি বিবৃতি প্রকাশ করতেও ব্যর্থ হয় তখন ইসলামি প্রজাতন্ত্রের সামনে আত্মরক্ষার বৈধ অধিকার চর্চা করে ইসরাইলকে শাস্তি দেয়া ছাড়া আর কোনো উপায় থাকে না।”

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দামেস্কের ইরানি কনস্যুলেটে ইসরাইলি হামলায় ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশন লঙ্ঘিত হয়েছে এবং এ ঘটনায় দখলদার ইহুদিবাদীরা ইরানের রেড লাইন অতিক্রম করেছে।

ইসরাইলের অভ্যন্তরে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাকে সফল বলে অভিহিত করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ইরান এ বার্তা দিয়েছে যে, অভিযানটি শেষ হয়েছে। কিন্তু ইহুদিবাদী সরকার যদি পাল্টা হামলা চালাতে চায় তাহলে ইরানের প্রতিক্রিয়া হবে তাৎক্ষণিক, ব্যাপক ও সর্বোচ্চ।

ফোনালাপে গাজা উপত্যকার ওপর গত ছয় মাসের বেশি সময় ধরে চলমান ইসরাইলি আগ্রাসন বন্ধ করতে ইইউ কার্যকর পদক্ষেপ নেবে বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন।

এ সময় জোসেপ বোরেল বলেন, ইসরাইলি হামলার জবাবে ইরান যে পাল্টা হামলা চালিয়েছে তা অপ্রত্যাশিত ছিল না। ইরান এ হামলার সমাপ্তি টেনেছে বলে তিনি সন্তোষ প্রকাশ করেন। বোরেল দাবি করেন, দামেস্কের ইরানি কনস্যুলেটে ইসরাইল যে হামলা চালিয়েছে তা ইইউ’র দৃষ্টিতে নিন্দনীয়। গাজা যুদ্ধের অবসানের জন্য ইইউ চেষ্টা চালাচ্ছে বলেও দাবি করেন জোসেপ বোরেল। #

পার্সটুডে/এমএমআই/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।