ইসরাইলের বিরুদ্ধে আমাদের হামলা ছিল আল-আকসা তুফানের ইরানি ভার্সন: খতিব
https://parstoday.ir/bn/news/iran-i136792-ইসরাইলের_বিরুদ্ধে_আমাদের_হামলা_ছিল_আল_আকসা_তুফানের_ইরানি_ভার্সন_খতিব
ইরানের রাজধানী তেহরানের জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম হাজ আলী আকবারি বলেছেন, ইরান দখলদার ইসরাইলের বিরুদ্ধে 'সত্য প্রতিশ্রুতি' নামক যে সামরিক অভিযান চালিয়েছে তা ছিল 'আল-আকসা তুফান' অভিযানের ইরানি ভার্সন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১৯, ২০২৪ ২০:৫৭ Asia/Dhaka
  • খতিব হুজ্জাতুল ইসলাম হাজ আলী আকবারি
    খতিব হুজ্জাতুল ইসলাম হাজ আলী আকবারি

ইরানের রাজধানী তেহরানের জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম হাজ আলী আকবারি বলেছেন, ইরান দখলদার ইসরাইলের বিরুদ্ধে 'সত্য প্রতিশ্রুতি' নামক যে সামরিক অভিযান চালিয়েছে তা ছিল 'আল-আকসা তুফান' অভিযানের ইরানি ভার্সন।

এ সময় তিনি দখলদার ইসরাইলে ফিলিস্তিনিদের ৭ অক্টোবরের 'আল-আকসা তুফান' অভিযানের প্রশংসা করেন। আজ তেহরানে জুমার নামাজের খুতবায় তিনি আরও বলেন, ইসরাইলে হামলার মাধ্যমে ইরান নিজের শক্তির প্রমাণ দিয়েছে এবং দখলদার ইসরাইলের আধিপত্যকে চূর্ণ করে দিয়েছে।

গত পহেলা এপ্রিল ইহুদিবাদী ইসরাইলের বর্বর সেনারা সিরিয়ায় ইরানি কনসুলেট ভবনে হামলা চালিয়ে ইরানের কয়েক জন পদস্থ সেনা কর্মকর্তাকে শহীদ করেন। এই অপরাধযজ্ঞের পরেও পশ্চিমা কয়েকটি দেশ ইহুদিবাদী ইসরাইলের প্রতি সমর্থন জানিয়েছে।

ইরানি কনসুলেট ভবনে দখলদারদের হামলার পর গত শনিবার দিবাগত রাতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ইসরাইলের বিরুদ্ধে কয়েকশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়।#

পার্সটুডে/এসএ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন