মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও শান্তির নিশ্চয়তা প্রদানকারী ইরান: তাংসিরি
https://parstoday.ir/bn/news/iran-i137114
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌ শাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি বলেছেন, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে শান্তি ও নিরাপত্তা বজায় রাখা এবং ভ্রাতৃত্ব ধরে রাখাই হচ্ছে তার দেশের সেনাদের কৌশল।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
এপ্রিল ২৯, ২০২৪ ১৪:৫৬ Asia/Dhaka
  • মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও শান্তির নিশ্চয়তা প্রদানকারী ইরান: তাংসিরি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌ শাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি বলেছেন, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে শান্তি ও নিরাপত্তা বজায় রাখা এবং ভ্রাতৃত্ব ধরে রাখাই হচ্ছে তার দেশের সেনাদের কৌশল।

পারস্য উপসাগর দিবস উপলক্ষে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আজ (সোমবার) এসব কথা বলেন। তাংসিরি বলেন, জাতীয় এই দিবসের অর্থ হচ্ছে পারস্য উপসাগর থেকে পর্তুগালের ১১৭ বছরের দখলদারিত্বের অবসান ঘটানো।

কৌশলগত দ্বীপ সাগরের গুরুত্ব তুলে ধরে আলী রেজা তাংসিরি বলেন, গভীর পানি হচ্ছে পারস্য উপসাগরের উপকূলে এবং ইরানের দিকেই রয়েছে সবচেয়ে সুন্দর নৌপথ। নিরাপত্তার প্রশ্নে বলতে হবে- এই অঞ্চলটি খুবই গুরুত্বপূর্ণ। তিনি জোর দিয়ে বলেন, ইরান বহুবার আঞ্চলিক দেশগুলোকে শান্তি ও বন্ধুত্বের বার্তা দিয়েছে।

তিনি বলেন, ইরান হরমুজ প্রণালীতে নিরাপত্তা প্রতিষ্ঠা করতে চায়। প্রতিদিন হরমুজ প্রাণলী দিয়ে ৮৩টি জাহাজ পারাপার হয় তার নিরাপত্তা দিয়েছে তেহরান। তবে, বিদেশিরা পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর নিরাপত্তা বাধাগ্রস্ত করছে।

অ্যাডমিরাল তাংসিরি বলেন, মার্কিন সেনাদের দুটি লক্ষ্য রয়েছে; এর একটি হলো- এই অঞ্চলে মার্কিন সেনাদের উপস্থিতি নিশ্চিত করা এবং অন্যটি হচ্ছে- তাদের অস্ত্র বিক্রি।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/২৯