পঞ্চমবারের মতো এশিয়া চ্যাম্পিয়ন হলো ইরানের তায়কোয়ান্দো দল
https://parstoday.ir/bn/news/iran-i137792-পঞ্চমবারের_মতো_এশিয়া_চ্যাম্পিয়ন_হলো_ইরানের_তায়কোয়ান্দো_দল
পার্সটুডে-ইরানের জাতীয় তায়কোয়ান্দো দল পঞ্চমবারের মতো এশিয়া তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপ জিতেছে। ভিয়েতনামের দানাং শহরের তিয়েন সন হলে ৩৩টি দেশের ২৪৪ জন তায়কোয়ান্দো খেলোয়াড় অংশগ্রহণ করে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মে ১৯, ২০২৪ ১৬:৫০ Asia/Dhaka
  • পঞ্চমবারের মতো এশিয়া চ্যাম্পিয়ন হলো ইরানের তায়কোয়ান্দো দল

পার্সটুডে-ইরানের জাতীয় তায়কোয়ান্দো দল পঞ্চমবারের মতো এশিয়া তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপ জিতেছে। ভিয়েতনামের দানাং শহরের তিয়েন সন হলে ৩৩টি দেশের ২৪৪ জন তায়কোয়ান্দো খেলোয়াড় অংশগ্রহণ করে।

২৬তম এশিয়ান তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা ১৬ মে থেকে ১৮ মে পর্যন্ত অনুষ্ঠিত হয়। ইরানের পুরুষ তায়কোয়ান্দো দলের ওই প্রতিযোগিতায় পঞ্চমবারের মতো চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতলো।

টুর্নামেন্ট শেষে ইরানের জাতীয় পুরুষ তায়কোয়ান্দো দল ৩টি স্বর্ণপদক, একটি রৌপ্য পদক এবং একটি ব্রোঞ্জ পদক জিতে পঞ্চমবারের মতো এশিয়ান চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে।

স্বর্ণপদক পেয়েছেন মেহেদি হাজি মুসাই, মোহাম্মদ হোসেন ইয়াজদানি এবং আরিন সালিমি, রৌপ্য পদক পেয়েছেন আলি খোশরু আর ব্রোঞ্জ পদক পেয়েছেন মাতিন রেজাই।

দক্ষিণ কোরিয়াও তিনটি স্বর্ণপদক, একটি রৌপ্য পদক এবং একটি ব্রোঞ্জ পদক জিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে। উজবেকিস্তান এবং সৌদিআরব যথাক্রমে তৃতীয় এবং চতুর্থ স্থান লাভ করেছে।

ইরানের জাতীয় তায়কোয়ান্দো দল এর আগেও ২০০৮, ২০১০,২০১৪ এবং ২০১৬ সালে চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছিল।

এশিয়ান তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপের মহিলাদের বিভাগেও ইরানি মহিলা খেলোয়াড় মিলকা মিরহোসেইনি এবং সাইদেহ নাসিরি যথাক্রমে রৌপ্য ও ব্রোঞ্জ পদক জিতেছেন।#

পার্সটুডে/এনএম/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।