হামাস নেতা ইসমাইল হানিয়া তেহরানে শহীদ হয়েছেন
https://parstoday.ir/bn/news/iran-i140122-হামাস_নেতা_ইসমাইল_হানিয়া_তেহরানে_শহীদ_হয়েছেন
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া ইরানের রাজধানী তেহরানে শহীদ হয়েছেন। 
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুলাই ৩১, ২০২৪ ০৯:৪৭ Asia/Dhaka
  • হামাস নেতা ইসমাইল হানিয়া তেহরানে শহীদ হয়েছেন

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া ইরানের রাজধানী তেহরানে শহীদ হয়েছেন। 

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি আজ (বুধবার) সকালে এই ঘোষণা দিয়েছে। আইআরজিসি জানিয়েছে, তেহরানে যে ভবনে হামাস নেতা হানিয়া অবস্থান করছিলেন সেই ভবনে হামলা চালানো হয়। এতে ইসমাইল হানিয়া ও তার একজন দেহরক্ষী শহীদ হন। 

হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করছে আইআরজিসি এবং আজ দিনের শেষেই তদন্ত ফলাফল ঘোষণা করা হবে। 

ইরানের নবম প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য হামাস নেতা ইসমাইল হানিয়া তেহরানে অবস্থান করছিলেন। গাজা যুদ্ধ শুরুর পর তিনি বেশ কয়েকবার তেহরান সফর করেন। সাম্প্রতিক বছরগুলোতে তিনি কাতারের রাজধানী দোহায় বসবাস করতেন।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৩১