গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আহ্বান ইরান ও কাতারের
(last modified Sun, 04 Aug 2024 04:29:12 GMT )
আগস্ট ০৪, ২০২৪ ১০:২৯ Asia/Dhaka
  • কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ রেজা আরেফের বৈঠক
    কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ রেজা আরেফের বৈঠক

গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়েছে ইরান ও কাতার। দখলদার ইসরাইলি সেনারা যখন অবরুদ্ধ এই উপত্যকায় ভয়াবহ গণহত্যা ও দমন অভিযান চালাচ্ছে তখন এ আহ্বান জানানো হলো।

কাতারের রাজধানী দোহায় স্বাগতিক দেশের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে শনিবার ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ রেজা আরেফের সাক্ষাতে দু’দেশ এ আহ্বান জানায়। এ সময় আলে সানি ও আরেফ দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়াদি নিয়ে কথা বলেন।

সাক্ষাতে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার ব্যাপারে আলোচনা করতে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসির জরুরি বৈঠক তলব করার আহ্বান জানান ইরানর ভাইস প্রেসিডেন্ট।  এ সময় দুই নেতা দ্বিপক্‌ষীয় সহযোগিতা আরো শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন।

হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার দাফন অনুষ্ঠানে যোগ দিতে দোহা সফরে গেছেন ইরানের ভাইস প্রেসিডেন্ট আরেফ। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করে এই প্রথম বিদেশ সফরে গেলেন আরেফ।  এর আগে তিনি সাবেক প্রেসিডেন্ট মোহাম্মাদ খাতামির শাসনামলে ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত ইরানের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।

কাতারের উদ্দেশ্যে তেহরান ত্যাগ করার আগে আরেফ বলেছিলেন, গাজায় চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত প্রতিরোধ ফ্রন্ট তার যুদ্ধ চালিয়ে যাবে।

হামাস নেতা ইসমাইল হানিয়া গত ৩১ জুলাই ভোররাতে তেহরানে তার জন্য নির্ধারিত বাসস্থানে নিজের একজন দেহরক্ষীসহ শহীদ হন। গত সপ্তাহে ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণের অনুষ্ঠানে যোগ দিতে তিনি তেহরান সফরে এসেছিলেন। বৃহস্পতিবার তেহরানে জানাযার নামাজ শেষে হানিয়ার মরদেহ কাতারে  পাঠানো হয় এবং সেখানে শুক্রবার আরেকবার জানাযার নামাজ শেষে দোহার একটি কবরস্থানে এই ফিলিস্তিনি নেতাকে দাফন করা হয়।#

পার্সটুডে/এমএমআই/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।