হামাস নেতাকে হত্যা করার জন্য ইসরাইলকে অবশ্যই শাস্তি পেতে হবে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i140974-হামাস_নেতাকে_হত্যা_করার_জন্য_ইসরাইলকে_অবশ্যই_শাস্তি_পেতে_হবে_ইরান
তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়ার গুপ্তহত্যার জন্য ইহুদিবাদী ইসরাইলকে অবশ্যই শাস্তি দেয়া হবে বলে আবারো ঘোষণা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ২৬, ২০২৪ ১০:০৯ Asia/Dhaka
  • হামাস নেতাকে হত্যা করার জন্য ইসরাইলকে অবশ্যই শাস্তি পেতে হবে: ইরান

তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়ার গুপ্তহত্যার জন্য ইহুদিবাদী ইসরাইলকে অবশ্যই শাস্তি দেয়া হবে বলে আবারো ঘোষণা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি।

তিনি ইতালির পররাষ্ট্রমন্ত্রী এন্তোনিও তাজানি ওনমের সঙ্গে এক ফোনালাপে তেহরানের এ প্রত্যয় ঘোষণা করেন। রোববার রাতে অনুষ্ঠিত ওই ফোনালাপে আরাকচি বলেন, তেহরানে ইসরাইলি সন্ত্রাসী হামলার জবাব হবে অবশ্যম্ভাবী এবং অত্যন্ত হিসাব-নিকাশ করে সে হামলা চালানো হবে।

ইতালির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপের পর নিজের এক্স পেজে দেয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, “ইসরাইল যুদ্ধের বিস্তার চাইলেও আমরা যুদ্ধ ছড়িয়ে পড়ুক তা চাই না- যদিও সেরকম কোনো কিছুর ভয় আমাদের নেই।”

সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেন, অ্যান্তোনিও তাজানি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানানোর জন্য ফোন করেছিলেন এবং তাদের দু’জনের দীর্ঘ ফোনালাপে আঞ্চলিক পরিস্থিতি গুরুত্ব পেয়েছে।

গত দু’দিনে ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে যেসব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আব্বাস আরাকচিকে টেলিফোন করেছেন সেসব দেশের মধ্যে রয়েছে মিশর, তুরস্ক, সৌদি আরব, ফ্রান্স ও ব্রিটেন। #

পার্সটুডে/এমএমআই/জিএআর/ ২৬