লেবাননকে আরেকটি গাজায় পরিণত হতে দেয়া উচিত হবে না
https://parstoday.ir/bn/news/iran-i142000-লেবাননকে_আরেকটি_গাজায়_পরিণত_হতে_দেয়া_উচিত_হবে_না
নিউ ইয়র্ক সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সিএনএনকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে লেবাননকে আরেকটি গাজা উপত্যকায় পরিণত হতে না দিতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
সেপ্টেম্বর ২৫, ২০২৪ ১০:২০ Asia/Dhaka
  • লেবাননকে আরেকটি গাজায় পরিণত হতে দেয়া উচিত হবে না

নিউ ইয়র্ক সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সিএনএনকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে লেবাননকে আরেকটি গাজা উপত্যকায় পরিণত হতে না দিতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, ইসরাইল সরকার লেবাননে আগ্রাসনের মাত্রা ব্যাপক মাত্রায় বাড়িয়ে দিয়ে গোটা অঞ্চলকে যুদ্ধে টেনে নিয়ে আসার শঙ্কা সৃষ্টি করেছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম বার্ষিক সম্মেলনে যোগ দিতে বর্তমানে নিউ ইয়র্কে রয়েছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান।  তিনি আরো বলেন, “ইসরাইলের হাতে লেবাননকে আরেকটি গাজায় পরিণত হতে দেয়া আমাদের উচিত হবে না।”

২০০৬ সালের ৩৩ দিনের যুদ্ধের পর সোমবার ইহুদিবাদী ইসরাইল লেবাননে প্রথমবারের মতো ভয়াবহ হামলা চালিয়েছে যাতে প্রায় ৬০০ নিরপরাধ মানুষ শহীদ হয়েছেন।

সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট আরো বলেন, লেবাননে যা কিছু ঘটছে তা একটি আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে এবং সেই সংঘাত গোটা বিশ্বের ভবিষ্যতের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়াতে পারে। কাজেই আমাদেরকে এখনই ইসরাইলি অপরাধযজ্ঞ বন্ধ করার ব্যবস্থা করতে হবে।

ইসরাইলের এই ‘বেপরোয়া ও উন্মত্ত’ আগ্রাসনের বিরুদ্ধে ‘অবিলম্বে পদক্ষেপ’ নিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান মাসুদ পেজেশকিয়ান।

তিনি বলেন, লেবাননের হিজবুল্লাহর একার পক্ষে আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোর পক্ষ থেকে সরবরাহকৃত অত্যাধুনিক সমরাস্ত্রের মোকাবিলা করা সম্ভব নয়।#

পার্সটুডে/এমএমআই/জিএআর/ ২৫