আইআরজিসি কুদস কমান্ডারের ঘোষণা
কুদস মুক্ত না হওয়া পর্যন্ত হাসান নাসরুল্লাহর পথ অব্যাহত থাকবে
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ নাসরুল্লাহর শাহাদাতে অভিনন্দন এবং শোক প্রকাশ করেছেন। একইসঙ্গে তিনি বলেছেন যে দখলদার ইহুদিবাদী ইসরাইলের কবল থেকে ফিলিস্তিন এবং আল-আকসা মসজিদ মুক্ত না হওয়া পর্যন্ত হাসান নাসরুল্লাহর প্রতিরোধের পথ অব্যাহত থাকবে।
ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি লেবাননে হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর শাহাদাত উপলক্ষে একটি বার্ত পেশ করেছেন। পার্সটুডে অনুযায়ী, জেনারেল ইসমাইল কায়ানির বার্তা নিম্নরূপ:
হিজবুল্লাহর প্রতিরোধকামীদের নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর নির্যাতিত শাহাদাত আমাদের সকলকে শোকাহত করেছে এবং ইসলামি প্রতিরোধ ফ্রন্ট এবং বিশ্বের মুক্তিকামী মানুষ শোক প্রকাশ করছে।
বার্তায় ইসমাঈল কায়ানি বলেন, আমাদের প্রিয়জন আল্লাহর জিম্মায় চলে গেছেন, ইসলাম ও কুরআনের সবচেয়ে দুষ্ট শত্রুদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে তার সমস্ত বরকতময় ও গৌরবময় জীবন কাটিয়েছেন এবং ইসলামের উচ্চ আদর্শের পথে এবং ফিলিস্তিনের নির্যাতিত জাতিকে সমর্থন করার জন্য তার রক্ত ও মূল্যবান জীবন উৎসর্গ করেছেন। এটি লেবাননের জনগণের জন্য গর্বের বিষয়। সাইয়্যেদ নুরানী তার আধ্যাত্মিকতা এবং নিরাপদ ব্যবস্থা নিয়ে হিজবুল্লাহ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এবং মর্যাদার উচ্চতায় এবং অসীম আধ্যাত্মিক ও জিহাদি শক্তিতে পৌঁছেছিলেন। জেনারেল কায়ানি বলেন, বিজ্ঞ হিজবুল্লাহ প্রধান উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ও তাকফিরি সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
কায়ানি তার শোক বার্তায় বলেন, খোদায়ী রহমতের আশায় হিজবুল্লাহ আন্দোলনের মহান ইসলামি প্রতিরোধের শাহাদাত এবং সেই প্রিয় শহীদের ধৈর্যশীল পরিবারকে এবং প্রতিরোধ ফ্রন্টের প্রতি অভিনন্দন জানাচ্ছি এবং আল্লাহর ইচ্ছায় ফিলিস্তিনের বিজয় এবং কুদস শরীফের মুক্তি পর্যন্ত সমস্ত আমরা সবাই আপনার পাশে থাকব।#
পার্সটুডে/এমবিএ/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন