সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন ও ধ্বংসযজ্ঞ বন্ধে পদক্ষেপ নিতে বিশ্বের প্রতি ইরানের আহ্বান
https://parstoday.ir/bn/news/iran-i144794-সিরিয়ায়_ইসরাইলি_আগ্রাসন_ও_ধ্বংসযজ্ঞ_বন্ধে_পদক্ষেপ_নিতে_বিশ্বের_প্রতি_ইরানের_আহ্বান
পার্সটুডে- ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন এবং সিরিয়ায় চলমান ধ্বংসযজ্ঞ বন্ধে আঞ্চলিক দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানিয়েছেন। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ১২, ২০২৪ ১৮:১৩ Asia/Dhaka
  • আরাকচি
    আরাকচি

পার্সটুডে- ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন এবং সিরিয়ায় চলমান ধ্বংসযজ্ঞ বন্ধে আঞ্চলিক দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানিয়েছেন। 

তিনি লিখেছেন, ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার প্রায় সমস্ত প্রতিরক্ষা ও বেসামরিক অবকাঠামো ধ্বংস করে দিয়েছে। ইসরাইল ১৯৭৪ সালের সমঝোতা চুক্তি এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৩৫০ নম্বর ইশতেহার লঙ্ঘন করে সিরিয়ার আরও ভূখণ্ড দখল করেছে। এ অবস্থায় এ অঞ্চলের সব দেশের উচিত এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। পার্সটুডে এসব তথ্য জানিয়েছে।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়ায় ইহুদিবাদী ইসরাইল আগ্রাসন চালিয়ে যাচ্ছে। যেকোনো আগ্রাসন মোকাবেলার ক্ষেত্রে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মূল দায়িত্ব পালন করার কথা থাকলেও মার্কিন বাধার কারণে এই প্রতিষ্ঠানটি নিষ্ক্রিয় দর্শকে পরিণত হয়েছে।

আব্বাস আরাকচি বলেন, সিরিয়ার প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি আরব ও মুসলিম বিশ্ব তথা জাতিসংঘের প্রতিটি সদস্য রাষ্ট্র যারা আইনের শাসন, জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক নীতিমালায় বিশ্বাসী তাদের কেউ এ বিষয়ে উদাসীন থাকতে পারে না। #

পার্সটুডে/এসএ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।