ইরানের বন্দর আব্বাসের সুন্নী জুমা নামাজের ইমাম
'মুসলমানদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমেই অবৈধ ইসরাইলি শাসন ব্যবস্থাকে ধ্বংস করা সম্ভব'
ইরানে বন্দর আব্বাসের সুন্নাত আল জামাতের জুমার ইমাম বলেছেন, কুদস মুসলিম,খ্রিস্টান এবং ইহুদিদের কাছে পবিত্র এবং এর প্রকৃত ইতিহাস ইহুদিবাদীদের মিথ্যা দাবিকে প্রত্যাখ্যান করে।
শেখ ইউসুফ জামালি সম্প্রতি এক বিবৃতিতে ইহুদিবাদী ইসরাইলি সরকারের অপরাধযজ্ঞের নিন্দা জানিয়ে বলেছেন, জেরুজালেম হল ইসলামের নবী (সা.)র বেহেশ্তে আরোহণের স্থান এবং সুন্নাত আল জামায়াতের অন্যতম ইমাম শাফিঈ'র জন্মস্থান, অনেক নবীর সমাধিস্থল এবং জেরুজালেমের ভূমি ইব্রাহিমীয় ধর্মগুলোর ঐক্যের প্রতীক। ইরনার উদ্ধৃতি দিয়ে পার্সটুডে জানিয়েছে, শেখ জামালি ইসলামের নবীর স্বর্গারোহণে জেরুজালেমের স্থান এবং মহান নবীদের মিলনের কথা উল্লেখ করে ফিলিস্তিনি জনগণের সমর্থনে বিশ্বব্যাপী সংহতির আহ্বান জানিয়েছেন।
ইরানের বন্দর আব্বাসের সুন্নী জুমার নামাজের ইমাম গাজায় সাম্প্রতিক গণহত্যার কথা উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের বিবেক জাগ্রত করার আহ্বান জানিয়েছেন। কারণ এই অপরাধগুলো কেবল মুসলমানদেরই নয় বরং সমগ্র মানবতার সঙ্গেও সম্পর্কিত বলে মন্তব্য করেন তিনি।
ফিলিস্তিনের উপর ঐতিহাসিক ইহুদি সার্বভৌমত্বের দাবি প্রত্যাখ্যান করে তিনি বলেন, "মুসলমানদের জেরুজালেমের দুটি ঐতিহাসিক বিজয়ে ইহুদিদের কোনও ভূমিকা ছিল না এবং খ্রিস্টানরা সেখানে ক্ষমতায় ছিল। এই ঘটনাগুলোতে মুসলমানরা সর্বদা খ্রিস্টানদের সঙ্গে যোগাযোগ করেছিল কিন্তু তারা কখনও ইহুদি আধিপত্য মেনে নেয়নি।"
শেখ জামালি পশ্চিমা দেশগুলোকে বিশেষ করে আমেরিকাকে শিশু-হত্যাকারী ইহুদিবাদী শাসনের সমর্থক বলে মনে করেন এবং এই অপরাধ বন্ধে ইসলামি দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে বিশ্বব্যাপী চাপ বৃদ্ধির আহ্বান জানান।
তিনি জোর দিয়ে বলেন "মুসলমানদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা হলে ইহুদিবাদী ইসরাইলের প্রতি সমর্থকরাও তাদের সমর্থন ত্যাগ করবে। এইভাবে আমাদের দৃঢ়চিত্ত ঐক্য ফিলিস্তিনের কণ্ঠস্বর বিশ্বকে শোনাতে পারে এবং এই অবৈধ ও মিথ্যা শাসনব্যবস্থাকে ধ্বংস করতে পারে।"#
পার্সটুডে/এমবিএ/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।