ইসরাইলে ইরানের ২০তম ক্ষেপণাস্ত্র হামলা: 'খাইবার শেকান' ক্ষেপণাস্ত্রের প্রথম ব্যবহার
https://parstoday.ir/bn/news/iran-i150012-ইসরাইলে_ইরানের_২০তম_ক্ষেপণাস্ত্র_হামলা_'খাইবার_শেকান'_ক্ষেপণাস্ত্রের_প্রথম_ব্যবহার
পার্সটুডে– ইরানের অপারেশ ট্রু প্রমিজ ৩-এর ধারবাহিকায় আজ ২০তম হামলা হয়েছে ইসরাইলের বিভিন্ন অঞ্চলে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ফোর্দো, নাতানজ ও এসফাহানের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালানোর দাবি করার কয়েক ঘণ্টা পর এই অভিযানটি চালানো হয়।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জুন ২২, ২০২৫ ১৫:৫৪ Asia/Dhaka
  • ইসরাইলে প্রথমবারের মতো খাইবার শেকান ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানল ইরান
    ইসরাইলে প্রথমবারের মতো খাইবার শেকান ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানল ইরান

পার্সটুডে– ইরানের অপারেশ ট্রু প্রমিজ ৩-এর ধারবাহিকায় আজ ২০তম হামলা হয়েছে ইসরাইলের বিভিন্ন অঞ্চলে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ফোর্দো, নাতানজ ও এসফাহানের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালানোর দাবি করার কয়েক ঘণ্টা পর এই অভিযানটি চালানো হয়।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর ((আইআরজিসি) জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানায়, এই প্রতিশোধমূলক অপারেশনের এই ধাপে তৃতীয় প্রজন্মের 'খাইবার শেকান' ক্ষেপণাস্ত্রের প্রথম ব্যবহার করা হয়েছে, যা সফলভাবে লক্ষ্যস্থলে আঘাত হানে।

আজ (রোববার) সকালে ইসরাইলি মিডিয়া জানিয়েছে যে, ইরানি ক্ষেপণাস্ত্রগুলি তেল আবিব, হাইফাসহ বিভিন্ন এলাকায় আঘাত হেনেছে।

পার্সটুডে লিখেছে,ইরানের আজকের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিব এবং হাইফার বিভিন্ন স্থাপনায় আগুন ধরে যায় ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

তেল আবিবের সুনির্দিষ্ট পয়েন্টগুলোকে ক্দ্রে করে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইরানের সশস্ত্র বাহিনী আগে থেকেই সতর্ক করেছিল যে, ইসরাইলের অধিকৃত অঞ্চলগুলিতে কোনও নিরাপদ স্থান থাকবে না।

ইরানি সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার নতুন তরঙ্গ শুরু হওয়ার পর ইসরাইলের বিভিন্ন এলাকায় সাইরেন বাজানো হয়েছে। ইসরাইলি মিডিয়া জানিয়েছে,আজ কমপক্ষে ৪০টি ভারী ক্ষেপণাস্ত্র তেল আবিবসহ বিভিন্ন অঞ্চলে আঘাত করেছে। কোনো কোনো সূত্র সেখানে ড্রোন হামলারও খবরও দিয়েছে।

ইহুদিবাদী গণমাধ্যমের তথ্য মতে,ইরানের আজকের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিব শহরসহ কয়েকটি স্থানে বেশ কয়েকজন ইসরাইলি আহত হয়েছে। যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে, ইসরাইলি রেডিও স্বীকার করেছে যে, ইসরাইলে- ইরানের ক্ষেপণাস্ত্র হামলার নতুন ধারা তেল আবিব এবং হাইফায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে।

ইহুদিবাদী ইসরাইল, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সাথে সম্পর্কিত ছবি প্রকাশের ওপর কঠোর সেন্সরশিপ আরোপ করেছে।# 

পার্সটুডে/জিএআর/এমএআর/২২