ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেন
ইরানের পারমাণবিক ইস্যুতে ইউরোপীয়দের বাস্তবতায় ফিরে আসা ইস্তাম্বুল বৈঠক একটি 'পরীক্ষা'
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন যে ব্রিটেন,ফ্রান্স এবং জার্মানির সঙ্গে চলমান আলোচনা ২০১৫ সালের পারমাণবিক চুক্তির বিষয়ে ইউরোপীয় পক্ষগুলোর বাস্তবতার পরীক্ষা এবং তাদের দৃষ্টিভঙ্গি সংশোধন করার জন্য একটি মূল্যবান সুযোগ।
শুক্রবার ইস্তাম্বুলে ইরান ও ইউরোপীয় প্রতিনিধিদের মধ্যে বৈঠকের আগে ইরনার সঙ্গে কথা বলতে গিয়ে বাকায়ি তিনটি দেশকে তাদের পূর্ববর্তী "অগঠনমূলক" পদ্ধতিগুলো সংশোধন করার আহ্বান জানান যা ইউরোপের বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করেছে এবং আলোচনায় এর প্রভাব হ্রাস করেছে।
ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক ইসরায়েলি ও মার্কিন সামরিক আগ্রাসনের বিষয়ে 'পক্ষপাতদুষ্ট অবস্থান' গ্রহণ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনকে ন্যায্যতা দেওয়ার জন্য বাকায়ি ইউরোপীয় ত্রয়ীটির সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান পূর্বে এই ধরনের অনুপযুক্ত অবস্থানের প্রতিবাদ করেছে এবং আজকের বৈঠকে ইউরোপীয় পক্ষগুলোর কাছে স্পষ্টভাবে তাদের আপত্তি জানাবে, ব্যাখ্যা দাবি করবে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২২৩১'র প্রস্তাবের অধীনে স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞার বিষয়ে বাকায়ি ইউরোপীয় হুমকিগুলোর এই প্রক্রিয়াটি চালু করার হুমকি প্রত্যাখ্যান করে বলেন, এই তিনটি দেশের আইনগত অবস্থান নেই। তিনি আরো বলেন, 'নির্ধারিত সময়ের পরে ইরানের পারমাণবিক সমস্যাটি নিরাপত্তা পরিষদের এজেন্ডায় রাখার কোনও যুক্তি নেই।
বাকায়ি বলেন, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির যৌথ ব্যাপক কর্মপরিকল্পনার ক্রমাগত লঙ্ঘন যার মধ্যে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি সামরিক পদক্ষেপের সমর্থন অন্তর্ভুক্ত চুক্তিতে অংশগ্রহণকারী হিসাবে তাদের মর্যাদাকে ক্ষুণ্ন করেছে এবং জেসিপিওএ'র প্রক্রিয়া প্রয়োগ করার আইনি কর্তৃত্ব থেকে তাদের বঞ্চিত করেছে।#
পার্সটুডে/এমবিএ/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।