ইরানি নারী কারাতেকার স্বর্ণ জয়, গুয়ামকে হারাল ইরানের নারী ফুটবল দল
-
ইরানি মহিলা কারাতেকা সারা বাহমানিয়ার স্বর্ণপদক জয়
পার্সটুডে- চীনের চেংদুতে অনুষ্ঠিত ২০২৫ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ইরানি মহিলা কারাতেকা সারা বাহমানিয়ার স্বর্ণপদক জিতেছেন।
ইসনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইরানের জাতীয় নারী কারাতে দলের প্রতিনিধি 'সারা বেহমানিয়া'র ৫০ কেজি ওজন শ্রেণিতে চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক অর্জন করেছেন। ফাইনালে তিনি কাজাখস্তানের মোলদির জানগিরবাই-এর মুখোমুখি হয়েছিলেন।
নারী ফুটসাল বিশ্বকাপে দুই ইরানি নারী রেফারি
আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা) ফিলিপাইনে অনুষ্ঠেয় ২০২৫ নারী ফুটসাল বিশ্বকাপে দুই ইরানি নারী রেফারি জারি ফাতেহি ও গুলারেহ নাজেমিকে আমন্ত্রণ জানিয়েছে। নারী ফুটসাল বিশ্বকাপের প্রথম আসর আগামী ২১ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ফিলিপাইনের ম্যানিলা ও নেগ্রোস শহরে ১৬ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে। ইরানের জাতীয় নারী ফুটসাল দলও এ টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে।
গুয়ামের বিরুদ্ধে ইরানি নারী ফুটবলারদের জয়
মালয়েশিয়ায় অনুষ্ঠিত এশিয়ান নারী অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে ইরান ২-০ গোলে গুয়ামকে হারিয়েছে। ইরানের পক্ষে গোল করেছেন মারিয়াম দিনি ও পারনিয়া রাহমানি। এর আগে বাছাইপর্বের প্রথম ম্যাচে ইরানি মেয়েরা স্বাগতিক মালয়েশিয়াকে ৩-০ গোলে পরাজিত করেছিল।#
পার্সটুডে/এমএআর/১০