ইমাম খামেনীর চিন্তাভাবনা
ইহুদিবাদী ইসরাইলি অপরাধ মোকাবেলার উপায় হল ওই সরকারের সাথে সম্পর্ক ছিন্ন করা
-
ইহুদিবাদী ইসরাইলের অপরাধ মোকাবেলার উপায় হল তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা: ইমাম খামেনেয়ী
পার্সটুডে-গাজায় ইহুদিবাদী ইসরাইলের অপরাধ এবং ভয়ংকর বিপর্যয়ের কথা উল্লেখ করে, ইসলামী বিপ্লবের নেতা ইমাম খামেনেয়ী এই পরিস্থিতি মোকাবেলার উপায় তুলে ধরেন।
উপায় হিসেবে তিনি ইসরাইলের সাথে প্রতিবাদকারী দেশগুলোর, বিশেষ করে ইসলামী দেশগুলোর, বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করাকে বিবেচনা করেছেন।
রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ইরানের প্রেসিডেন্ট এবং মন্ত্রী পরিষদের সাথে এক বৈঠকে, ইসলামী বিপ্লবের নেতা ইমাম খামেনেয়ী, এই পরিস্থিতি মোকাবেলার উপায় হিসেবে ইসরাইলের সাথে প্রতিবাদকারী দেশগুলোর, বিশেষ করে ইসলামী দেশগুলোর, বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করাকে বিবেচনা করেছেন। তিনি ইহুদিবাদী ইসরাইলকে বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন এবং ঘৃণ্য শাসনব্যবস্থা বলে অভিহিত করেন। তিনি আরও বলেন: আমাদের কূটনীতির অন্যতম প্রধান লক্ষ্য হওয়া উচিত সরকারগুলোকে এই অপরাধমূলক শাসনব্যবস্থার সাথে বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করতে উৎসাহিত করা।
ইহুদিবাদী ইসরাইলের সাথে অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করুন: ইসলামী রাষ্ট্রগুলোর উদ্দেশ্যে ইসলামী বিপ্লবের নেতা
এদিকে, গত বছর ঈদুল ফিতর উপলক্ষে, ইসলামী দেশগুলোর কর্মকর্তা এবং রাষ্ট্রদূতদের একটি দলের সাথে এক বৈঠকে, ইরানের সর্বোচ্চ নেতা বলেছিলেন: ইসলামী দেশগুলোর পক্ষ থেকে ইহুদিবাদী ইসরাইলকে সহায়তা করা মুসলিম জাতির সাথে বিশ্বাসঘাতকতা। এটি আত্মপ্রতারণাও বটে। যখন ইহুদিবাদীরা কোনো দেশে প্রবেশ করে, তখন তারা সেই দেশের স্বার্থে কাজ করে না; যখন তারা অনুপ্রবেশ করে, তখন তারা মশার মতো তাদের নিজস্ব স্বার্থে সেই দেশের রক্ত চুষে খায়। সুতরাং ইহুদিবাদীদেরকে সহায়তা করার মানে হলো নিজেদের ধ্বংস করা। মুসলিম জাতি, যারা তার জায়গায় নিরাপদ, তাদের অবশ্যই এটি বন্ধ করতে হবে।
ইমাম খামেনেয়ী আরও বলেন: এটি আমাদের পূর্বের প্রস্তাব ছিল এবং এখনও আমাদের চূড়ান্ত প্রস্তাব হলো: ইসলামী রাষ্ট্রগুলোর উচিত ইহুদিবাদী সরকারের সাথে তাদের সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক এবং রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করা। এটাই মুসলিম রাষ্ট্রগুলোর প্রত্যাশা। ইসলামী দেশগুলোতে যদি একটি গণভোট অনুষ্ঠিত হয়, তাহলে নিঃসন্দেহে সকলেই একমত হবেন যে তাদের সরকারগুলোর উচিত ইহুদিবাদী সরকারের সাথে সম্পর্ক ছিন্ন করা উচিত; এতে কোন সন্দেহ নেই।
ইহুদিবাদী ইসরাইলের গুরুত্বপূর্ণ ধমনীগুলো বিচ্ছিন্ন করতে হবে
এছাড়াও বৃহত্তর তেহরানের ২৪,০০০ শহীদের কংগ্রেসে অংশগ্রহণকারীদের সাথে এক বৈঠকে, ইমাম খামেনেয়ী গাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যুতে ইসলামী দেশগুলির কর্মকর্তাদের কর্মক্ষমতার সমালোচনা করেন। তিনি বলেন: কখনও কখনও ইসলামী দেশগুলোর কর্মকর্তাদের অবস্থান এবং বিবৃতি ভুল হয়, কারণ তারা গাজায় যুদ্ধবিরতির মতো একটি বিষয় নিয়ে কথা বলেন যা তাদের নিয়ন্ত্রণের বাইরে এবং দুষ্ট শত্রু ইহুদিবাদীদের হাতে। ইসলামী দেশগুলোর কর্মকর্তাদের অবশ্যই তাদের নিয়ন্ত্রণের মধ্যে থাকা বিষয়গুলোর ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। ইমাম খামেনেয়ী জোর দিয়ে বলেন: ইসলামী দেশগুলোর কর্মকর্তাদের নিয়ন্ত্রণে থাকা বিষয়টি হল ইহুদিবাদী ইসরাইলের গুরুত্বপূর্ণ ধমনী বিচ্ছিন্ন করা। ইসলামী দেশগুলোর উচিত ইহুদিবাদী সরকারের সাথে তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করা এবং এই সরকারকে সাহায্য করা বন্ধ করা।#
পার্সটুডে/এনএম/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।