জার্মানিতে গ্রাফিক ডিজাইন প্রদর্শনী থেকে 'অস্ট্রিয়ায় ইরানবিদ্যা' গ্রন্থের স্বীকৃতি
https://parstoday.ir/bn/news/iran-i155298-জার্মানিতে_গ্রাফিক_ডিজাইন_প্রদর্শনী_থেকে_'অস্ট্রিয়ায়_ইরানবিদ্যা'_গ্রন্থের_স্বীকৃতি
পার্সটুডে : জার্মানিতে সমসাময়িক ইরানি গ্রাফিক শিল্পের প্রদর্শনী এবং ইরানবিদ্যা বিষয়ক একটি গ্রন্থের জন্য অস্ট্রিয়ার আনুষ্ঠানিক স্বীকৃতি- ইউরোপে চলতি সপ্তাহে ইরান ও বিশ্বের মধ্যকার সাংস্কৃতিক যোগাযোগের গভীরতা ও ব্যাপ্তি স্পষ্টভাবে তুলে ধরেছে।
(last modified 2025-12-20T13:58:24+00:00 )
ডিসেম্বর ২০, ২০২৫ ১৯:৫৫ Asia/Dhaka
  • জার্মানিতে গ্রাফিক ডিজাইন প্রদর্শনী থেকে 'অস্ট্রিয়ায় ইরানবিদ্যা' গ্রন্থের স্বীকৃতি

পার্সটুডে : জার্মানিতে সমসাময়িক ইরানি গ্রাফিক শিল্পের প্রদর্শনী এবং ইরানবিদ্যা বিষয়ক একটি গ্রন্থের জন্য অস্ট্রিয়ার আনুষ্ঠানিক স্বীকৃতি- ইউরোপে চলতি সপ্তাহে ইরান ও বিশ্বের মধ্যকার সাংস্কৃতিক যোগাযোগের গভীরতা ও ব্যাপ্তি স্পষ্টভাবে তুলে ধরেছে।

গত সপ্তাহে ইউরোপে অনুষ্ঠিত দুটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক আয়োজন আন্তর্জাতিক পরিসরে ইরানি শিল্প ও জ্ঞানের প্রভাব ও পারস্পরিক যোগাযোগের উজ্জ্বল দৃষ্টান্ত উপস্থাপন করেছে। জার্মানিতে “এপিটাফ (পাথরে লেখা শোকবাণী)” শীর্ষক একটি প্রদর্শনীতে ইরানের গ্রাফিক ডিজাইনের বিবর্তন তুলে ধরা হয়। অপরদিকে, অস্ট্রিয়ায় “অস্ট্রিয়ায় ইরানবিদরা” শীর্ষক একটি মূল্যবান গ্রন্থ দেশটির সর্বোচ্চ সরকারি পর্যায় থেকে আনুষ্ঠানিক প্রশংসা লাভ করে। এই দুই ঘটনা ভিন্ন ভিন্নভাবে ইরানের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং বিশ্বের সঙ্গে গঠনমূলক সংলাপ ও সহযোগিতার সক্ষমতাকে তুলে ধরে। পার্স টুডের এই প্রতিবেদনে এই আয়োজনগুলোর বিস্তারিত তুলে ধরা হলো—

জার্মানিতে ইরানের সমসাময়িক গ্রাফিক ডিজাইন প্রদর্শনী

'এপিটাফ' শীর্ষক প্রদর্শনীটি জার্মানির কোলন শহরে ৪০ জনেরও বেশি ইরানি গ্রাফিক ডিজাইনারের কাজ নিয়ে অনুষ্ঠিত হয়েছে। 'সমসাময়িক মধ্যপ্রাচ্য' অ্যাসোসিয়েশনের উদ্যোগে ১২ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত কুনস্টহাফেন সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এই প্রদর্শনীতে একবিংশ শতাব্দীর শুরু থেকে ইরানে টাইপোগ্রাফি ও হরফশিল্পের রূপান্তর তুলে ধরা হয়েছে।

প্রদর্শনীর মূল আকর্ষণ ছিল ৮০টি পোস্টার, যার অর্ধেকেরও বেশি জুরিখের 'গেস্টালটুং' জাদুঘরের সংগ্রহ থেকে নির্বাচন করা হয়েছে। এসব শিল্পকর্ম গত দুই দশকে ইরানি গ্রাফিক ডিজাইনের শৈল্পিক ও ধারণাগত পরিবর্তনের প্রতিফলন ঘটায়। পোস্টারগুলোর পাশাপাশি বই, সাময়িকী ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে ইরানের সমসাময়িক গ্রাফিক ডিজাইনের একটি বহুমাত্রিক চিত্র দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে।

'অস্ট্রিয়ায় ইরানবিদরা' গ্রন্থের জন্য অস্ট্রিয়ার চ্যান্সেলর দপ্তরের প্রশংসা

অস্ট্রিয়ার ফেডারেল চ্যান্সেলর দপ্তর “অস্ট্রিয়ায় ইরানবিদরা” শীর্ষক গ্রন্থ প্রকাশের জন্য একটি আনুষ্ঠানিক প্রশংসাপত্র পাঠিয়েছে। অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকারের পক্ষ থেকে পাঠানো ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, এই বইটি দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক নথিভুক্ত ও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

২০২৫ সালের সেপ্টেম্বর মাসে ভিয়েনায় প্রকাশিত এই গ্রন্থে অতীত থেকে বর্তমান পর্যন্ত ১৫ জন বিশিষ্ট অস্ট্রিয় ইরানবিদের পরিচিতি তুলে ধরা হয়েছে। বইটিতে ইরানবিদ্যার ক্ষেত্রে অস্ট্রিয়ার ঐতিহাসিক ও বৈজ্ঞানিক ভূমিকা বিশ্লেষণ করা হয়েছে এবং এটিকে ইরান ও অস্ট্রিয়ার মধ্যে সাংস্কৃতিক সংলাপ জোরদারের একটি সেতু হিসেবে মূল্যায়ন করা হয়েছে।#

পার্সটুডে/এমএআর/২০