‘ইরানের পরমাণু তথ্য ফাঁসের ঘটনায় বিপাকে আমেরিকা’
https://parstoday.ir/bn/news/iran-i16729-ইরানের_পরমাণু_তথ্য_ফাঁসের_ঘটনায়_বিপাকে_আমেরিকা’
ইরানের গোপন পরমাণু তথ্য ফাঁস হওয়ার ফলে আমেরিকা বিপাকে পড়েছে বলে জানিয়েছেন ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি। তিনি বলেছেন, এ বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্রে বড় ধরনের সমস্যা তৈরি করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ০৮, ২০১৬ ২০:০৬ Asia/Dhaka
  • আলী আকবর সালেহি
    আলী আকবর সালেহি

ইরানের গোপন পরমাণু তথ্য ফাঁস হওয়ার ফলে আমেরিকা বিপাকে পড়েছে বলে জানিয়েছেন ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি। তিনি বলেছেন, এ বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্রে বড় ধরনের সমস্যা তৈরি করেছে।

ইরানের বার্তা সংস্থা ফার্সকে দেয়া সাক্ষাৎকারে সালেহি বলেন, পরমাণু তথ্য ফাঁস হওয়ার ঘটনায় পাশ্চাত্যের সঙ্গে পরমাণু আলোচনায় অংশগ্রহণকারী ইরানি আলোচকদের বুদ্ধিমত্তা ও কর্মদক্ষতার পরিচয় পাওয়া যায়।

গত মাসে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোশিয়েটেড প্রেস বা এপি তাদের হাতে আসা ‘গোপন’ দলিলের ভিত্তিতে জানায়, পরমাণু চুক্তি অনুযায়ী ১৫ বছরের নির্ধারিত মেয়াদের অনেক আগেই ইরান তার পরমাণু কর্মসূচিকে আগের অবস্থায় ফিরিয়ে নেবে। এপি যে ‘গোপন’ দলিলের দাবি করে তা মূলত আইএইএ’র সঙ্গে ইরানের স্বাক্ষরিত প্রকাশ্য চুক্তিতেই উল্লেখ করা হয়েছে। ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতার একই সময়ে ওই চুক্তি সই হয়। পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা বাস্তবায়ন প্রক্রিয়া তদারকির দায়িত্ব নেয় আইএইএ।

ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান সালেহি আজ আরো বলেন, কথিত গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ায় এখন আমেরিকার ভেতরেই প্রশ্ন উঠেছে, ইরান কীভাবে নির্ধারিত সময়ের আগেই পরমাণু কর্মসূচিকে আগের অবস্থায় ফিরিয়ে নেবে? কাজেই এ বিষয়টি তেহরানের জন্য নয় বরং ওয়াশিংটনের জন্য উদ্বেগের বিষয়ে পরিণত হয়েছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৮