অন্যের ওপর দোষ চাপিয়ে দায়মুক্ত হওয়া যাবে না: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i33236-অন্যের_ওপর_দোষ_চাপিয়ে_দায়মুক্ত_হওয়া_যাবে_না_ইরান
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু সম্প্রতি ইরান-বিরোধী যে ভিত্তিহীন অভিযোগ করেছেন তা নাকচ করে দিয়েছে তেহরান। ইরান বলেছে, মধ্যপ্রাচ্যের নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতার জন্য তুরস্কসহ সুনির্দিষ্ট কিছু ‘কল্পনাবিলাসী’ দেশ দায়ী।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
ফেব্রুয়ারি ২০, ২০১৭ ০৭:২২ Asia/Dhaka
  • বাহরাম কাসেমি
    বাহরাম কাসেমি

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু সম্প্রতি ইরান-বিরোধী যে ভিত্তিহীন অভিযোগ করেছেন তা নাকচ করে দিয়েছে তেহরান। ইরান বলেছে, মধ্যপ্রাচ্যের নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতার জন্য তুরস্কসহ সুনির্দিষ্ট কিছু ‘কল্পনাবিলাসী’ দেশ দায়ী।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র  বাহরাম কাসেমি বলেছেন, যারা অনধিকারচর্চা করে এবং অন্যায় ও অবৈধভাবে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে পৃষ্ঠপোষকতা দিয়েছেন এবং মধ্যপ্রাচ্যে রক্তপাত ও সহিংসতাকে উস্কে দিয়েছেন তারা অন্যের ওপর দোষ চাপিয়ে নিজেরা দায়মুক্ত হতে পারবেন না।  

কাসেমি বলেন, নিজেদের সৃষ্ট চোরাবালীতে আটকে পড়া দেশগুলো এখন অন্য দেশের ওপর দোষ চাপিয়ে নিজেদের দোষ ঢাকার চেষ্টা করছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা হচ্ছে ইরানের মূলনীতি এবং যেকোনো পরিস্থিতিতে এ নীতি বজায় রাখবে তেহরান। বিশ্বের বহু দেশ ইরানের এ নীতির সত্যতা স্বীকার করে তাকে স্বাগত জানিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী রোববার মিউনিখ নিরাপত্তা সম্মেলনে দেয়া বক্তব্যে তার ভাষায় ইরানের ‘সাম্প্রদায়িক নীতি’র সমালোচনা করে বলেন, বাহরাইন ও সৌদি আরবকে কোণঠাসা করতে এ নীতি নিয়েছে তেহরান। চাভুসওগ্লু দাবি করেন, যেকোনো মাজহাবগত বিভেদ ও সাম্প্রদায়িকতার বিরোধী তার দেশ।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী এমন সময় এ দাবি করলেন যখন তার দেশ সিরিয়ায় তৎপর উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠীগুলোকে সব ধরনের পৃষ্ঠপোষকতা দিয়ে গত ছয় বছর ধরে সিরিয়ায় সহিংসতা জিইয়ে রেখেছে। সারাবিশ্ব থেকে উগ্র জঙ্গিরা যে তুরস্ক হয়ে সিরিয়ায় প্রবেশ করে সেকথা আজ সর্বজনস্বীকৃত।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২০