আমেরিকার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সুইস কূটনীতিককে তলব করল ইরান
(last modified Mon, 19 Jun 2017 23:54:50 GMT )
জুন ২০, ২০১৭ ০৫:৫৪ Asia/Dhaka
  • তেহরানস্থ সুইস দূতাবাস ইরানে মার্কিন স্বার্থ দেখাশোনার দায়িত্ব পালন করে
    তেহরানস্থ সুইস দূতাবাস ইরানে মার্কিন স্বার্থ দেখাশোনার দায়িত্ব পালন করে

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের হস্তক্ষেপমূলক বক্তব্যের প্রতিবাদ জানাতে তেহরানে নিযুক্ত সুইস চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি এ খবর জানিয়ে বলেছেন, টিলারসনের বক্তব্যের প্রতিবাদ জানাতে তার মন্ত্রণালয় তেহরানে মার্কিন স্বার্থ দেখাশোনার দায়িত্ব পালনকারী সুইস কূটনীতিককে তলব করেছে।

বাহরাম কাসেমি বলেন, সুইস কূটনীতিককে তলব করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ‘দায়িত্বজ্ঞানহীন’ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানানো হয় এবং ওই বক্তব্যকে ‘ইরানের অভ্যন্তরীণ বিষয়ে প্রকাশ্য হস্তক্ষেপ’ বলে অভিহিত করা হয়।  

কাসেমি বলেন, সুইস চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে বলা হয়, টিলারসন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ওই বক্তব্য দিয়েছেন এবং এর মাধ্যমে তিনি জাতিসংঘ ঘোষণা অনুযায়ী আন্তর্জাতিক সমাজের প্রতি ওয়াশিংটনের যে প্রতিশ্রুতি রয়েছে তাও ভঙ্গ করেছেন।  মার্কিন প্রশাসনকে এজন্য জবাবদিহী করতে হবে বলেও সুইস কূটনীতিককে জানানো হয়।

এ সময় সুইস চার্জ দ্যা অ্যাফেয়ার্স বলেন, তিনি ইরানের এ প্রতিবাদ মার্কিন প্রশাসনের কাছ পৌঁছে দেবেন এবং যত শিগগির সম্ভব এ ব্যাপারে ওয়াশিংটনের জবাবও তেহরানকে অবহিত করবেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন গত ১৪ জুন সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটিতে দেয়া বক্তব্যে দাবি করেছেন, মধ্যপ্রাচ্যে অস্থিতিশীতা সৃষ্টি করছে ইরান। তিনি আরো বলেন, ইরানের ব্যাপারে ওয়াশিংটনের নীতি হচ্ছে ‘শান্তিপূর্ণ উপায়ে’ দেশটির সরকার পরিবর্তনের জন্য ইরানের অভ্যন্তরীণ কিছু শক্তিকে পৃষ্ঠপোষকতা দেয়া।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২০