মিয়ানমারে মুসলিম গণহত্যা ভয়াবহ মানবিক বিপর্যয়: আয়াতুল্লাহ খাতামি
মিয়ানমারে মুসলিম গণহত্যার ঘটনাকে ভয়াবহ মানবিক বিপর্যয় বলে মন্তব্য করেছেন তেহরানের জুমার খতিব আয়াতুল্লাহ আহমাদ খাতামি। তিনি বলেন,এই বিপর্যয়কর গণহত্যা এবং মুসলমানদের উদ্বাস্তুতে পরিণত করার নেপথ্যে রয়েছে ইহুদিবাদী ইসরাইল।
ইসরাইল গাজার মুসলমানদের হত্যায় যে অস্ত্র ব্যবহার করেছে একই অস্ত্র মিয়ানমারের মুসলমানদের বিরুদ্ধেও ব্যবহৃত হচ্ছে বলে জুমার খতিব মন্তব্য করেন। মিয়ানমার সরকার ভয়াবহ নৃশংসতা চালিয়ে জাতিগত শুদ্ধি অভিযান চালাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। অথচ নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত নেত্রী ও মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী এই বংশ নিধন অভিযানের ব্যাপারে চুপ করে রয়েছেন।
মিয়ানমারে মুসলিম নিধনের ঘটনায় কোনো কোনো মুসলিম দেশ এবং বিশ্বসমাজের নীরবতারও সমালোচনা করেন আয়াতুল্লাহ খাতামি।
তিনি ইরাকের কুর্দিস্তানে গণভোটের ঘটনাকে ইসরাইল ও আমেরিকার ষড়যন্ত্র বলে উল্লেখ করেন। সিরিয়া ও ইরাকে দায়েশের চরম ব্যর্থতার পর এখন তারা ইরাককে বিভক্ত করার নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে বলে তিনি মন্তব্য করেন#
পার্সটুডে/নাসির মাহমুদ/১৫