ডোনাল্ড ট্রাম্পের অভিযোগের জবাব দিলেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী
-
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনকে ক্ষেপণাস্ত্র সরবরাহের মার্কিন অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি। তিনি বলেছেন, শত্রুরা তেহরানের বিরুদ্ধে অভিযোগ উত্থাপনের প্রতিটি সুযোগ কাজে লাগাচ্ছে।
শনিবার রাতে ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলনের পক্ষ থেকে নিক্ষিপ্ত একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আঘাত হানে। গত প্রায় তিন বছর ধরে ইয়েমেনের ওপর সৌদি আরবের বর্বরোচিত আগ্রাসনের জবাবে ওই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেন হুথি প্রতিরোধ সংগ্রামীরা।
এশিয়া সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, রিয়াদে চালানো ওই ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের হাত রয়েছে।

ট্রাম্পের ওই দাবির জবাবে ইরানের প্রতিরক্ষামন্ত্রী তেহরানে সাংবাদিকদের বলেন, মধ্যপ্রাচ্যে কোনো ঘটনা ঘটলেই সেজন্য ইরানকে দায়ী করা হয়। অবশ্য শত্রুর কাছ থেকে এর ব্যতিক্রম আশা করাও অর্থহীন বলে তিনি মন্তব্য করেন।
এর আগে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারিও ট্রাম্পের বক্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছিলেন, ইরানের বিরুদ্ধে আমেরিকা মিথ্যা অপবাদ আরোপের যে জোয়ার বইয়ে দেয় এই ভিত্তিহীন অভিযোগটি তারই অংশ। #
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৬