ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করলে ক্ষতিগ্রস্ত হবেন: ফ্রান্সকে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i48520-ইরানের_অভ্যন্তরীণ_বিষয়ে_হস্তক্ষেপ_করলে_ক্ষতিগ্রস্ত_হবেন_ফ্রান্সকে_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকবার বেলায়াতি বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র ইস্যুতে হস্তক্ষেপ করলে ফ্রান্স ক্ষতিগ্রস্ত হবে। তিনি আজ (শনিবার) ইরানের সম্প্রচার সংস্থা আইআরআইবি-কে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
নভেম্বর ১৮, ২০১৭ ১৭:৩৯ Asia/Dhaka
  • আলী আকবার বেলায়াতি
    আলী আকবার বেলায়াতি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকবার বেলায়াতি বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র ইস্যুতে হস্তক্ষেপ করলে ফ্রান্স ক্ষতিগ্রস্ত হবে। তিনি আজ (শনিবার) ইরানের সম্প্রচার সংস্থা আইআরআইবি-কে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন।

ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বেলায়াতি আরও বলেন, ফ্রান্স যদি ইরানের সঙ্গে সম্পর্কের উন্নয়ন চায় তাহলে হস্তক্ষেপের নীতি থেকে দূরে থাকতে হবে। অন্যথায় ফ্রান্সের জাতীয় স্বার্থ ক্ষতির মুখে পড়বে। 

ম্যাকরন

গতকাল (শুক্রবার) ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন সুইডেনে ইউরোপীয় ইউনিয়নের এক বৈঠকে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির সমালোচনা করে ভিত্তিহীন দাবি তুলেছেন। তিনি তার ভাষায় বলেন, মধ্যপ্রাচ্যে ইরানকে আগ্রাসী নীতি অনুসরণ কমাতে হবে। 

এর জবাবে সর্বোচ্চ নেতার উপদেষ্টা বলেন, পররাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে ইরান কেবল জাতীয় স্বার্থকেই প্রাধান্য দেয়। #

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৮