বিপ্লবের বিজয়বার্ষিকীতে সামরিক ও বেসামরিক কর্মকর্তারা যা বললেন
-
বিপ্লব বার্ষিকীর শোভাযাত্রায় জনতার ঢল
ইরানের ইসলামি বিপ্লবের ৩৯তম বিজয় বার্ষিকীতে রাজধানী তেহরানসহ সারাদেশে হাজার হাজার শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে যাতে অংশগ্রহণ করেছেন ইরানের কোটি কোটি মানুষ। সেইসঙ্গে এসব শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন প্রেসিডেন্ট, পার্লামেন্ট স্পিকার ও সেনাপ্রধানসহ প্রায় সব পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা।
ইরানের সংসদ মসজিলে শুরায়ে ইসলামির স্পিকার আলী লারিজানি বলেছেন, ইসলামি বিপ্লব গত চার দশকে নানা চড়াই-উৎরাই পেরিয়ে আজ সম্মান ও শক্তিমত্তার এক উন্নত শিখরে আরোহন করেছে। তিনি আজ (রোববার) ইরানের দক্ষিণাঞ্চলীয় শিরাজ নগরীতে বিপ্লব বার্ষিকীর শোভাযাত্রায় অংশ নিয়ে একথা বলেন।

লারিজানি বলেন, গত কয়েকদিন ধরে ইরানি জনগণকে হতাশ করার জন্য শত্রুরা নানারকম প্রচেষ্টা ও প্রচারণা চালিয়েছে। কিন্তু ইরানি জনগণ বিপ্লব বার্ষিকীর শোভাযাত্রায় বিপুল সংখ্যায় অংশ নিয়ে উল্টো শত্রুকে হতাশ করেছে।
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি রাজধানী তেহরানের শোভাযাত্রায় অংশ নেন। তিনি সিরিয়ার গুলিতে ইসরাইলি জঙ্গিবিমান ভূপাতিত হওয়ার ঘটনা উল্লেখ করে বলেন, গতকালের ওই ঘটনায় সিরিয়া ইহুদিবাদী সরকারকে বুঝিয়ে দিয়েছে, একতরফা হামলার দিন শেষ হয়ে গেছে।

ইরানি ড্রোনে হামলা চালানোর যে দাবি ইহুদিবাদী ইসরাইল করেছে সে সম্পর্কে শামখানি বলেন, তেল আবিবের এই দাবি অযৌক্তিক। কারণ, বিমান দিয়ে কখনো ড্রোনে হামলা চালানো হয় না। এ ছাড়া, ইসরাইল সিরিয়ার ভূমিতে অবস্থিত ইরানের সামরিক ঘাঁটিতে হামলা চালানোর যে দাবি করেছে তাকেও মিথ্যা আখ্যায়িত করে শামখানি বলেন, ইরান সিরিয়ায় শুধুমাত্র সামরিক উপদেষ্টার কাজ করছে।
ইরানে সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি তেহরানে বিপ্লব বার্ষিকীর শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। তিনি বলেন, ইরানি জনগণ বিপ্লব বার্ষিকীর শোভাযাত্রায় অংশগ্রহণ করে প্রমাণ করেছে, তারা বিপ্লবের লক্ষ্যগুলো অর্জন এবং শত্রুর ষড়যন্ত্র নস্যাৎ করতে বদ্ধপরিকর।

জেনারেল বাকেরি বলেন, ইরানি জনগণ আজ বিপ্লব বার্ষিকীর শোভাযাত্রায় সশস্ত্র বাহিনীকে নিজেদের পাশে দেখতে পাচ্ছে এবং আজ আরেকবার প্রমাণিত হয়েছে, সামরিক ও বেসামরিক নির্বিশেষে ইরানি জনগণের মধ্যে সিসাঢালা প্রাচীরের মতো ঐক্য বজায় রয়েছে।
এ ছাড়া, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি বলেছেন, বিপ্লব বার্ষিকীর শোভাযাত্রায় বিপুলভাবে অংশগ্রহণ করে ইরানি জনগণ শত্রুর আশা-আকাঙ্ক্ষাকে ধুলিস্যাত করে দিয়েছে।

তিনি বলেন, ইরান বর্তমানে সাম্রাজ্যবাদী শক্তিগুলোর বিরুদ্ধে ভয়াবহ যুদ্ধে লিপ্ত রয়েছে যেখানে আপামর জনসাধারণ ফ্রন্টলাইনে অবস্থান করছে। যতদিন ইরানি জনগণ ইসলামি বিপ্লবের পৃষ্ঠপোষক হিসেবে থাকবে ততদিন সাম্রাজ্যবাদী শক্তিগুলো ইরানের কোনো ক্ষতি করতে পারবে না।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১১