ইয়েমেন ও সিরিয়াকে সর্বাত্মক সহযোগিতা দেবে ইরান: জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i54277-ইয়েমেন_ও_সিরিয়াকে_সর্বাত্মক_সহযোগিতা_দেবে_ইরান_জারিফ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশ যুদ্ধকবলিত ইয়েমেন ও সিরিয়ার জনগণকে সর্বাত্মক সহযোগিতা দেবে। রাজধানী তেহরানে রোববার আন্তর্জাতিক রেড ক্রস কমিটির সভাপতি পিটার মৌরার সঙ্গে এক বৈঠকে জাওয়াদ জারিফ একথা বলেন।  
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ১২, ২০১৮ ০২:০৮ Asia/Dhaka
  • মোহাম্মাদ জাওয়াদ জারিফের (ডানে) সঙ্গে পিটার মৌরার বৈঠক
    মোহাম্মাদ জাওয়াদ জারিফের (ডানে) সঙ্গে পিটার মৌরার বৈঠক

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশ যুদ্ধকবলিত ইয়েমেন ও সিরিয়ার জনগণকে সর্বাত্মক সহযোগিতা দেবে। রাজধানী তেহরানে রোববার আন্তর্জাতিক রেড ক্রস কমিটির সভাপতি পিটার মৌরার সঙ্গে এক বৈঠকে জাওয়াদ জারিফ একথা বলেন।  

সৌদি আরব এবং তার কয়েকটি আরব মিত্র দেশ ২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। এতে এ পর্যন্ত প্রায় ১৫ হাজার মানুষ মারা গেছে যার মধ্যে বিরাট অংশ নারী ও শিশু। সৌদি আগ্রাসনের কারণে দারিদ্রপীড়িত এ দেশটিতে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।

আমেরিকা ও ব্রিটেনসহ কিছু পশ্চিমা দেশ সৌদি আরবকে এ আগ্রাসনে অত্যাধুনিক অস্ত্র দিয়ে সহযোগিতা দিয়ে আসছে। অন্যদিকে, এসব দেশ ইরানকে অভিযুক্ত করছে যে, তেহরান ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনকে সামরিক সহযোগিতা দিচ্ছে। কিন্তু ইরান সবসময় এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।

বৈঠকে রেড ক্রসের সভাপতি বলেন- ইয়েমেন, সিরিয়া ও ইরাকের চলমান মানবিক সংকট নিরসনে ইরানের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী এ সংস্থা। এছাড়া, দুপক্ষ ইয়েমেনে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানায় যাতে বিধ্স্ত এ দেশটিতে দ্রুত মানবিক সাহায্য পাঠানো যায়।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১১