সিরিয়ায় সহযোগিতা শক্তিশালী করবে ইরান, রাশিয়া ও তুরস্ক
https://parstoday.ir/bn/news/iran-i56490-সিরিয়ায়_সহযোগিতা_শক্তিশালী_করবে_ইরান_রাশিয়া_ও_তুরস্ক
সিরিয়ার স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও ঐক্য সমুন্নত রাখতে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে ইরান, রাশিয়া ও তুরস্ক। তিন দেশ একই সঙ্গে সিরিয়ার চলমান সংকটের স্থায়ী সমাধানের পথ খুঁজে বের করার জন্য ত্রিপক্ষীয় সহযোগিতা জোরদার করারও ঘোষণা দিয়েছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
এপ্রিল ২৯, ২০১৮ ০৫:৫৫ Asia/Dhaka
  • শনিবার মস্কো বৈঠক শেষে সংবাদ সম্মেলনে (বাম থেকে) জারিফ, ল্যাভরভ ও চাভুসওগ্লু
    শনিবার মস্কো বৈঠক শেষে সংবাদ সম্মেলনে (বাম থেকে) জারিফ, ল্যাভরভ ও চাভুসওগ্লু

সিরিয়ার স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও ঐক্য সমুন্নত রাখতে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে ইরান, রাশিয়া ও তুরস্ক। তিন দেশ একই সঙ্গে সিরিয়ার চলমান সংকটের স্থায়ী সমাধানের পথ খুঁজে বের করার জন্য ত্রিপক্ষীয় সহযোগিতা জোরদার করারও ঘোষণা দিয়েছে।

শনিবার মস্কোয় ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুর মধ্যে বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়।

বিবৃতিতে বলা হয়, ২০১৭ সালের নভেম্বরে এবং ২০১৮ সালের এপ্রিলে ইরান, রাশিয়া ও তুরস্কের প্রেসিডেন্টরা সিরিয়া বিষয়ে ত্রিপক্ষীয় সহযোগিতার যে ঘোষণা দিয়েছেন তা শক্তিশালী করা হবে।

চলতি মাসের গোড়ার দিকে আঙ্কারা শীর্ষ বৈঠক শেষে (বাম থেকে) রুহানি, পুতিন ও এরদোগান

চলতি এপ্রিল মাসের গোড়ার দিকে সিরিয়ার সংঘর্ষরত পক্ষগুলোর মধ্যে একটি টেকসই যুদ্ধবিরতি কার্যকর এবং দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে সম্মত হন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। গত ৪ এপ্রিল তুরস্কের রাজধানী আঙ্কারায় ওই ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ মস্কোয় গতকালের (শনিবার) বৈঠক শেষ বলেন, সামরিক উপায়ে সিরিয়া সংকটের সমাধান সম্ভব নয়। কিছু সুনির্দিষ্ট দেশের সামরিক হস্তক্ষেপে সিরিয়া পরিস্থিতির আরো অবনতি হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৯