সিরিয়ার অখণ্ডতা নষ্ট করতে দেবে না ইরান, রাশিয়া ও তুরস্ক
https://parstoday.ir/bn/news/iran-i56510-সিরিয়ার_অখণ্ডতা_নষ্ট_করতে_দেবে_না_ইরান_রাশিয়া_ও_তুরস্ক
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, কাজাখস্তানের রাজধানী আস্তানা থেকে সিরিয়া সমস্যা সমাধানের যে প্রক্রিয়া শুরু হয়েছে তা এখনও স্থায়ী ও ন্যায়ভিত্তিক শান্তি প্রতিষ্ঠার একমাত্র উদ্যোগ। জাতিসংঘসহ অন্যদের সহযোগিতায় এ প্রক্রিয়াতেই সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। গতরাতে রাশিয়া ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
(last modified 2025-10-08T09:10:00+00:00 )
এপ্রিল ২৯, ২০১৮ ১৬:২৭ Asia/Dhaka
  • জারিফ (বামে), ল্যাভরভ (মাঝখানে) ও চাভুস ওগ্লু (ডানে)
    জারিফ (বামে), ল্যাভরভ (মাঝখানে) ও চাভুস ওগ্লু (ডানে)

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, কাজাখস্তানের রাজধানী আস্তানা থেকে সিরিয়া সমস্যা সমাধানের যে প্রক্রিয়া শুরু হয়েছে তা এখনও স্থায়ী ও ন্যায়ভিত্তিক শান্তি প্রতিষ্ঠার একমাত্র উদ্যোগ। জাতিসংঘসহ অন্যদের সহযোগিতায় এ প্রক্রিয়াতেই সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। গতরাতে রাশিয়া ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি আস্তানা শান্তি প্রক্রিয়ার পাশাপাশি সোচি বৈঠকে নেয়া সিদ্ধান্তগুলোর প্রতি সমর্থন জানাতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান। মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেন, রাজনৈতিক উপায় ছাড়া সিরিয়া সংকটের সমাধান নেই। সিরিয়া পুনর্গঠনে আন্তর্জাতিক সাহায্যের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। 

এ সময় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, সিরিয়াকে বিভক্ত করার কোনো পরিকল্পনা মস্কো, তেহরান ও আঙ্কারা মেনে নেবে না। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুস ওগ্লু বলেছেন, সিরিয়া সংকট সমাধানের একমাত্র কার্যকর উদ্যোগ হচ্ছে আস্তানা শান্তি প্রক্রিয়া। আস্তানা বৈঠকে নেয়া সিদ্ধান্তগুলোর ভিত্তিতে আঙ্কারা, তেহরান ও মস্কো সহযোগিতা অব্যাহত রাখবে বলে তিনি জানান। 

গতকাল (শনিবার) তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা সিরিয়া সংকট সমাধানের বিষয়ে রাশিয়ার রাজধানী মস্কোতে বৈঠকে করেছেন।# 

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৯