নিশ্চয়তা দিলে ইরান পরমাণু সমঝোতায় থাকবে: রুহানি
-
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা (বামে) ও ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তার দেশের স্বার্থ রক্ষার বিষয়ে নিশ্চয়তা দেয়া হলেই কেবল তেহরান পরমাণু সমঝোতায় থাকবে। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার পর রুহানি গতকাল (রোববার) একথা বললেন।
প্রেসিডেন্ট রুহানি বলেন, পরমাণু সমঝোতায় সই করা অন্য পাঁচ দেশ যদি ইরানের স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি ও নিশ্চয়তা দেয় তাহলেই কেবল আমেরিকা বেরিয়ে যাওয়ার পরও ইরান এ সমঝোতা মেনে চলবে।

ইরান সফররত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার সঙ্গে বৈঠকের সময় প্রেসিডেন্ট রুহানি এসব কথা বলেছেন। তিনি বলেন, পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার অর্থ হচ্ছে- নৈতিক, রাজনৈতিক ও কূটনৈতিক প্রক্রিয়া এবং আন্তর্জাতিক নিয়ম-নীতির সরাসরি লঙ্ঘন। তিনি আরো বলেন, “পররাষ্ট্রনীতির ভিত্তি হচ্ছে নৈতিকতা, বিশ্বস্ততা এবং আন্তর্জাতিক নিয়ম-নীতি। আমরা খুবই খুশি যে, ইরান এ পর্যন্ত যত চুক্তি করেছে তার সবগুলোর প্রতি অনুগত থেকেছে।”
ইরানের প্রেসিডেন্ট বলেন, তার দেশ ও শ্রীলঙ্কা আঞ্চলিক এবং আন্তর্জাতিক ইস্যুতে খুবই কাছাকাছি দৃষ্টিভঙ্গি পোষণ করে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৪