পম্পেওর বক্তব্যে বুদ্ধিমত্তার পরিচয় নেই: লারিজানি
https://parstoday.ir/bn/news/iran-i57844-পম্পেওর_বক্তব্যে_বুদ্ধিমত্তার_পরিচয়_নেই_লারিজানি
ইরানের সংসদ মজলিশে শুরার স্পিকার ড. লারিজানি বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর বক্তব্যে বুদ্ধিমত্তার পরিচয় নেই। ইরানের বিরুদ্ধে 'মার্কিন নয়া কৌশল' সম্পর্কে পম্পেওর সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি আজ কোমে এ কথা বলেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ২৫, ২০১৮ ১৫:০৫ Asia/Dhaka
  • স্পিকার লারিজানি
    স্পিকার লারিজানি

ইরানের সংসদ মজলিশে শুরার স্পিকার ড. লারিজানি বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর বক্তব্যে বুদ্ধিমত্তার পরিচয় নেই। ইরানের বিরুদ্ধে 'মার্কিন নয়া কৌশল' সম্পর্কে পম্পেওর সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি আজ কোমে এ কথা বলেন।

তিনি বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রমাণ করছে তার এখনও রাজনৈতিক পরিপক্কতা আসে নি।

গত ২১ মে পম্পেও বলেছিলেন ইরানের বিরুদ্ধে ওয়াশিংটন ইতিহাসের কঠোরতম নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অজুহাতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এরকম নিষেধাজ্ঞা আরোপের হুমকি বিগত বছরগুলোর মধ্যে ব্যতিক্রমি ঘটনা। চুক্তি ভঙ্গকারী ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাবার দু'সপ্তা পর 'মার্কিন নয়া কৌশল' নামে পম্পেও ইরানের বিরুদ্ধে এ বক্তব্য দিলো।

পম্পেওর ওই সস্তা বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকা বিশেষ স্বার্থ সংশ্লিষ্ট কিছু গোষ্ঠির সন্দেহপ্রবণ ও ব্যর্থ রাজনীতির ঘেরাটোপে আটকে আছে।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি পম্পেওর বক্তব্যের পর বলেছেন,আইএইএ'র প্রতিবেদনে বহুবার স্বীকার করা হয়েছে, ইরান পরমাণু সমঝোতা পুরোপুরি বাস্তবায়ন করেছে।#

পার্সটুডে/নাসির মাহমুদ/২৫