আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে স্বর্ণসহ ৫ পদক পেল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i60028-আন্তর্জাতিক_গণিত_অলিম্পিয়াডে_স্বর্ণসহ_৫_পদক_পেল_ইরান
রোমানিয়ার ক্লুজ-নাপোকা শহরে অনুষ্ঠিত ৫৯তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে স্বর্ণসহ পাঁচটি পদক ও একটি অনারেবল মেনশন পেয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জুলাই ১৩, ২০১৮ ১৭:২৫ Asia/Dhaka
  • আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে স্বর্ণসহ ৫ পদক পেল ইরান

রোমানিয়ার ক্লুজ-নাপোকা শহরে অনুষ্ঠিত ৫৯তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে স্বর্ণসহ পাঁচটি পদক ও একটি অনারেবল মেনশন পেয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।

ইরানের পক্ষে স্বর্ণপদকটি জিতেছেন মোহাম্মদ শারিফি কিয়াসারি। এছাড়া, ইরানি দল তিনটি রৌপ্য, একটি ব্রোঞ্জ পদক ও একটি অনারেবল মেনশন পেয়েছে। রৌপ্য পদক প্রাপ্তরা হলেন, ইরফান মঈনি, আহমদ রামজানপুর এবং মোহাম্মদ শাহভেরদি কোনদোরি। ব্রোঞ্জ পেয়েছেন মোহাম্মদ আমিন শারিফি চারুরি। আর অনারেবল মেনশন পান আবুলফাজল শিরমাহাল্লেহেই।

স্বর্ণ পদক পাওয়া ১৮ বছর বয়সী কিয়াসারি ৪২ নম্বরের মধ্যে ৩২ নম্বর পান। আর দলগতভাবে ১৫০ নম্বর পেয়ে ১০৭টি দেশের মধ্যে ইরানের অবস্থান ১৯তম। মুসলিম দেশগুলোর মধ্যে ইরানের অবস্থান তৃতীয়, প্রথম স্থানে রয়েছে ইন্দোনেশিয়া, দ্বিতীয় স্থানে কাজাখস্তান  

ইরান ২০১৭ সালের অলিম্পিয়াডে দুটি স্বর্ণ, তিনটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ জিতে সারাবিশ্বে পঞ্চম স্থান অধিকার করেছিল।

বাংলাদেশের প্রথম স্বর্ণপদক জয়

এদিকে, এবারের আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে প্রথমবারের মতো স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। বাংলাদেশের জন্য প্রথম সোনার পদকটি জিতেছেন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল ও কলেজের শিক্ষার্থী আহমাদ জাওয়াদ চৌধুরী।

এ ছাড়া বাংলাদেশ দল তিনটি ব্রোঞ্জ পদক ও দুটি অনারেবল মেনশন পেয়েছে। ব্রোঞ্জ পদক পাওয়া তিনজনই নটরডেম কলেজের ছাত্র- তারা হলেন জয়দীপ সাহা, তামজিদ  মোর্শেদ রুবাব ও তাহনিক নূর সামিন। আর অনারেবল মেনশন পান ঢাকা কলেজের রাহুল সাহা ও ফরিপুরের পুলিশ লাইনস হাইস্কুলের সৌমিত্র দাস। #  

পার্সটুডে/আশরাফুর রহমান/১৩