আমেরিকা জানে না আমাদের আঙিনায় কী করছে তারা: জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i60547-আমেরিকা_জানে_না_আমাদের_আঙিনায়_কী_করছে_তারা_জারিফ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ পারস্য উপসাগরে মার্কিন সামরিক উপস্থিতির সমালোচনা করেছেন। তিনি বলেছেন, তাদের দেশ ছেড়ে সাত হাজার মাইল দূরে আমাদের উঠোনের ওপরে কেন মার্কিন সেনারা অবস্থান করছে?  
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
আগস্ট ০৩, ২০১৮ ১৪:৪৫ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ পারস্য উপসাগরে মার্কিন সামরিক উপস্থিতির সমালোচনা করেছেন। তিনি বলেছেন, তাদের দেশ ছেড়ে সাত হাজার মাইল দূরে আমাদের উঠোনের ওপরে কেন মার্কিন সেনারা অবস্থান করছে?  

গতকাল (বৃহস্পতিবার) জারিফ তার টুইটার অ্যাকাউন্টে থেকে দেয়া এক পোস্টে এসব কথা বলেছেন। মার্কিন সামরিক বাহিনী পারস্য উপসাগরকে আরব সাগর বলে অভিহিত করেছে -তারও নিন্দা জানান ইরানি পররাষ্ট্রমন্ত্রী। জাওয়াদ জারিফ বলেন, দুই হাজার বছর আগে থেকে পারস্য উপসাগরকে চেনে মানুষ যখন আমেরিকার অস্তিত্ব ছিল না।

পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজ

তিনি বলেন, “মার্কিন নৌবাহিনী সম্ভবত আমাদের সমুদ্রসীমা থেকে বের হওয়ার  পথ পাচ্ছে না। অথবা দেশ থেকে সাত হাজার মাইল দূরে আমাদের আঙিনায় কী করছে তারা তা জানে না।”

মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন-কে দেয়া সাক্ষাৎকারে মার্কিন কেন্দ্রীয় কমান্ডের মুখপাত্র উইলিয়াম আরবান পারস্য উপসাগরকে বিকৃত করে আরব সাগর বলার পর জাওয়াদ জারিফ এসব কথা বললেন।#

পার্সটুডে/এসআইবি/৩