ইরান: আরাক চুল্লিতে আমেরিকার স্থলাভিষিক্ত হয়েছে ব্রিটেন
https://parstoday.ir/bn/news/iran-i63721-ইরান_আরাক_চুল্লিতে_আমেরিকার_স্থলাভিষিক্ত_হয়েছে_ব্রিটেন
ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি বলেছেন, তার দেশের ‘আরাক’ ভারী পানির চুল্লিতে কর্মরত ওয়ার্কিং গ্রুপে ব্রিটেনকে আমেরিকার স্থলাভিষিক্ত করা হয়েছে। ২০১৫ সালে পাশ্চাত্যের সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা সই হওয়ার পর ইরান, চীন ও আমেরিকাকে নিয়ে ওই ওয়ার্কিং গ্রুপ গঠিত হয়েছিল।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ২৩, ২০১৮ ১২:৫৮ Asia/Dhaka
  • আলী আকবর সালেহি
    আলী আকবর সালেহি

ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি বলেছেন, তার দেশের ‘আরাক’ ভারী পানির চুল্লিতে কর্মরত ওয়ার্কিং গ্রুপে ব্রিটেনকে আমেরিকার স্থলাভিষিক্ত করা হয়েছে। ২০১৫ সালে পাশ্চাত্যের সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা সই হওয়ার পর ইরান, চীন ও আমেরিকাকে নিয়ে ওই ওয়ার্কিং গ্রুপ গঠিত হয়েছিল।

আইআরআইকে দেয়া এক সাক্ষাৎকারে আলী আকবর সালেহি এ সম্পর্কে আরো বলেন, ‘আরাক’ ভারী পানির চুল্লির নকশা নতুন করে তৈরি করা হবে এই ওয়ার্কিং গ্রুপের দায়িত্ব।

তিনি আরো জানান, পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে গেলেও ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির কোনো ক্ষতি হবে না। পরমাণু প্রকল্পগুলোর কাজ ভালোভাবে এগিয়ে যাচ্ছে এবং তাতে কোনো সমস্যা হচ্ছে না বলেও জানান সালেহি।

আরাক ভারী পানির প্রকল্প (ফাইল ছবি)

২০১৫ সালের জুলাই মাসে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় ৪০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আরাক পরমাণু চুল্লির প্লুটোনিয়াম উৎপাদন কমিয়ে আনার লক্ষ্যে এটির নকশা নতুন করে ঢেলে সাজাতে সম্মত হয় ইরান।  এরপর ওই বছরেরই অক্টোবর মাসে এই কাজ করার জন্য ইরান, চীন ও আমেরিকার মধ্যে একটি চুক্তি সই হয়েছিল।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৩