আহওয়াজ হামলার মূল পরিকল্পনাকারীকে ইরাকে হত্যা করেছে ইরান
(last modified Wed, 17 Oct 2018 01:05:16 GMT )
অক্টোবর ১৭, ২০১৮ ০৭:০৫ Asia/Dhaka

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আহওয়াজ শহরে সম্প্রতি সেনাবাহিনীর কুচকাওয়াজে চালানো সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারীকে হত্যা করা হয়েছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসি বলেছে, উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশের শীর্ষস্থানীয় কমান্ডার ‘আবুজোহা’ ছিল আহওয়াজ হামলার মাস্টারমাইন্ড এবং তাকে ইরাকের দিয়ালা প্রদেশে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে আইআরজিসি’র গণসংযোগ বিভাগ এক বিবৃতিতে বলেছে, ইরাকের সরকারপন্থি আধা-সামরিক বাহিনী পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবি এক অভিযান চালিয়ে আবুজোহাকে হত্যা করেছে। অভিযানে আবুজোহার চার সহযোগীও নিহত হয়।

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আহওয়াজ শহরে গত ২২ সেপ্টেম্বর সামরিক বাহিনীর প্যারেড ও কুচকাওয়াজ চলাকালে সন্ত্রাসীদের হামলায় ২৫ জন নিহত ও ৬০ ব্যক্তি আহত হন। জাতীয় প্রতিরক্ষা সপ্তাহ উপলক্ষে ওই প্যারেডের আয়োজন করা হয়েছিল।

ব্রিগেডিয়ার জেনারেল রামাজান শরিফ

আইআরজিসি'র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামাজান শরিফ  সে সময় জানান, 'আল-আহওয়াজিয়া' নামের সন্ত্রাসী গোষ্ঠী এই হামলা চালিয়েছে।  সৌদি আরবের সমর্থনপুষ্ট এই গোষ্ঠীটি এরইমধ্যে হামলার দায় স্বীকার করেছে।  ইরানের সামরিক বাহিনীর প্যারেডের প্রভাব ও গুরুত্ব ম্লান করতেই এই হামলা চালানো হয়েছে বলে তিনি জানান।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৭