অপহৃত ইরানি সীমান্তরক্ষীদের উদ্ধারে যৌথ তল্লাশি চলছে: পাকিস্তান
https://parstoday.ir/bn/news/iran-i65149-অপহৃত_ইরানি_সীমান্তরক্ষীদের_উদ্ধারে_যৌথ_তল্লাশি_চলছে_পাকিস্তান
পাকিস্তান-ভিত্তিক উগ্র জঙ্গি গোষ্ঠীর হাতে অপহৃত ইরানি সীমান্তরক্ষীদের উদ্ধার করতে তেহরানকে সহযোগিতা করার কথা ঘোষণা করেছে ইসলামাবাদ। পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মাদ ফয়সাল বৃহস্পতিবার ইসলামাবাদে সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ের সময় এ কথা জানান।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
অক্টোবর ১৯, ২০১৮ ০৬:৩১ Asia/Dhaka
  • পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মাদ ফয়সাল
    পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মাদ ফয়সাল

পাকিস্তান-ভিত্তিক উগ্র জঙ্গি গোষ্ঠীর হাতে অপহৃত ইরানি সীমান্তরক্ষীদের উদ্ধার করতে তেহরানকে সহযোগিতা করার কথা ঘোষণা করেছে ইসলামাবাদ। পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মাদ ফয়সাল বৃহস্পতিবার ইসলামাবাদে সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ের সময় এ কথা জানান।

তিনি ইরান-পাকিস্তান সীমান্ত থেকে ইরানি সীমান্তরক্ষীদের অপহৃত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, অপহৃত সৈন্যদের উদ্ধার করার জন্য দু’দেশের রাজনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তারা ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছেন।

ফয়সাল আরো জানান, অপহৃতদের সন্ধানে পাকিস্তানের সেনা ও নিরাপত্তা বাহিনী ইরানের সীমান্তরক্ষী ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে যৌথভাবে তল্লাশি অভিযান চালাচ্ছে।

দায়িত্ব পালন করছেন ইরানের একজন সীমান্তরক্ষী

পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, অপহৃত সীমান্তরক্ষীদের বর্তমান অবস্থা জানার জন্য স্থলপথে তল্লাশির পাশাপাশি আকাশপথে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। উগ্র সন্ত্রাসীদের আস্তানা খুঁজে বের করে তাদের নির্মূল করা হবে বলেও প্রত্যয় জানান মোহাম্মাদ ফয়সাল।

ইরানি সীমান্তরক্ষীদের অপহরণের পেছনে পাকিস্তান ও ইরানের শত্রুদের হাত রয়েছে বলে উল্লেখ করেন মোহাম্মাদ ফয়সাল। তিনি বলেন, ইরান-পাকিস্তান ঘনিষ্ঠ সম্পর্কের বিরোধীরা দু’দেশকে বিচ্ছ্নি করার লক্ষ্যে এই ঘটনা ঘটিয়েছে।

গত ১৫ অক্টোবর ইরান-পাকিস্তান সীমান্তের জিরো পয়েন্ট থেকে অস্ত্রের মুখে ১৪ ইরানি সীমান্তরক্ষীকে অপহরণ করে পাকিস্তানে নিয়ে যায়। এখনো তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৯