ইরান-ইরাক সম্পর্ক নষ্ট করার মার্কিন প্রচেষ্টা ব্যর্থ হয়েছে: জারিফ
ইরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার লক্ষ্যে ইরাক সরকার যে নীতি-অবস্থান গ্রহণ করেছে তার ভূয়সী প্রশংসা করেছেন পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি বলেছেন, তেহরান-বাগদাদ সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করার যে চেষ্টা আমেরিকা চালিয়েছিল তা ব্যর্থ করে দিয়েছে দু’দেশ।
তিনি রোববার ইরাক সফরে গিয়ে বাগদাদ বিমানবন্দরে পৌঁছে এ মন্তব্য করেন। জারিফ বলেন, উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে বিজয় অর্জনের পর আমেরিকাসহ কিছু দেশ ইরান-ইরাক সম্পর্কে সুনির্দিষ্ট কিছু প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করেছে। কিন্তু দু’দেশের কর্মকর্তাদের দূরদর্শিতা ও আন্তরিকতার কারণে সেসব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরাক সফর করে যাওয়ার পাঁচদিনের মাথায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী বাগদাদ সফরে গেলেন। তিনি ইরানের সঙ্গে সম্পর্ক নস্যাত করার মার্কিন প্রচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য ইরাকি কর্মকর্তাদের ধন্যবাদ জানান। জারিফ বলেন, তেহরান-বাগদাদ সম্পর্ক আরো শক্তিশালী করা হবে তার এ সফরের অন্যতম উদ্দেশ্য।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যে আমেরিকাকে একটি ‘পরাজিত ঘোড়া’ হিসেবে আখ্যায়িত করেন এবং এই পরাজিত শক্তির কাছে বাজিতে না হারার জন্য সব দেশের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, গত ৪০ বছরে ইরানের মোকাবিলায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিটি পদক্ষেপ ও কূটকৌশল ব্যর্থ হয়েছে।
মোহাম্মাদ জাওয়াদ জারিফ বাগদাদ বিমানবন্দরে আরো বলেন, তিনি এ সফরে বাগদাদ, কারবালা ও সুলাইমানিয়া শহরে দু’দেশের বেসরকারি খাতগুলোর উদ্যোক্তাদের তিনটি বাণিজ্যিক সম্মেলনে অংশগ্রহণ করবেন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৪