আইআরজিসি'র ওপর সন্ত্রাসী হামলা: পাকিস্তানি রাষ্ট্রদূতকে তলব করল ইরান
-
রাফয়াত মাসুদ
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের সিস্তান-বালুচিস্তানে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানি রাষ্ট্রদূত রাফয়াত মাসুদকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এনে প্রতিবাদ জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া বিষয়ক মহাপরিচালকের দপ্তর থেকে তেহরানে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূতকে তলব করা হলে আজ (রোববার) তিনি সেখানে যান।
এ সময় পাকিস্তানের রাষ্ট্রদূতকে ইরানের প্রতিবাদ ও উদ্বেগের কথা জানানো হয়। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, সম্প্রতি পাকিস্তানের ভূখণ্ড থেকে ইরানের ভূখণ্ডে সন্ত্রাসী হামলা বেড়ে গেছে। এ অবস্থায় তেহরান আশা করে পাকিস্তানের সরকার ও সেনাবাহিনী সেদেশের সীমান্ত অঞ্চলে তৎপর সন্ত্রাসীদেরকে দৃঢ়ভাবে দমন করবে এবং অমানবিক তৎপরতা বন্ধে পদক্ষেপ নেবে। সন্ত্রাসীদের তৎপরতার কারণে দুই দেশের মধ্যে অনাস্থা ও অনিরাপত্তার ক্ষেত্র তৈরি হচ্ছে বলে ইরান মন্তব্য করেছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সিস্তান-বালুচিস্তানে সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারে তড়িৎ পদক্ষেপ নেয়ারও আহ্বান জানিয়েছে।
এ সময় তেহরানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত রাফয়াত মাসুদ বলেছেন, ইরানের প্রতিবাদ তিনি পাকিস্তানের সরকারের কাছে পৌঁছে দেবেন।
গত ১৩ ফেব্রুয়ারি ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র একটি বাসে সন্ত্রাসী হামলায় ২৭ জন শহীদ ও ১৩ জন আহত হয়েছে। ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশটি পাকিস্তান সীমান্তে অবস্থিত।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৭